সিলেটে যুবদলের বহিষ্কৃত নেতা জয়দীপ গ্রেফতার

, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, সিলেট | 2025-03-02 23:38:42

সদ্য বহিষ্কৃত সিলেট মহানগর যুবদলের সহ সাংগঠনিক সম্পাদক জয়দীপ চৌধুরী মাধবকে (৩৫) গ্রেফতার করেছে সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) কোতোয়ালি থানা পুলিশ।

রোববার (২ মার্চ) সুনামগঞ্জের শান্তিগঞ্জ থানার দেবকুনা গ্রাম থেকে সুনামগঞ্জ জেলা পুলিশের সহায়তায় তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার জয়দীপ চৌধুরী মাধব সিলেট নগরীর দাঁড়িয়াপাড়া এলাকার অজিত চৌধুরীর ছেলে।

গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মেট্রোপলিটন এডিসি (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম।

পুলিশ জানায়, জয়দীপ চৌধুরী মাধবের নেতৃত্বে নগরীর জেলা পরিষদের সামনে ফুটপাত থেকে কাজল মিয়া নামের এক হকারকে অপহরণ করে জিন্দাবাজারস্থ সিতারা ম্যানশনে নিয়ে ছুরি দিয়ে ভয় দেখিয়ে ১৬ হাজার ৫০০ টাকা চাঁদা আদায় করে ও আরও ৩০হাজার টাকা চাঁদা দাবি করে এবং তাকে কিল ঘুষি লাথি মেরে লীলাফুলা জখম করে।পরবর্তীতে পুলিশের তৎপরতায় তাকে ছেড়ে দেয়।

এ ঘটনায় জয়দীপ চৌধুরী মাধবকে প্রধান আসামি করে ৭/৮ জনের বিরুদ্ধে কাজল মিয়া অভিযোগ দায়ের করেন।

কোতোয়ালী মডেল থানার ১ মার্চ পেনাল কোডের ৩৬৫/৩৮৫/৩৮৬/৩৮৭/৩২৩/৩৪ ধারায় মামলাটি রুজু করা হয়। মামলা নং-০১।

মামলার প্রেক্ষিতে রোববার সুনামগঞ্জের শান্তিগঞ্জ থানার দেবকুনা গ্রামে সুনামগঞ্জ জেলা পুলিশের সহায়তায় অভিযান চালিয়ে মাধবকে গ্রেফতার করে এসএমপির কোতোয়ালি থানা পুলিশ।

এ সম্পর্কিত আরও খবর