সাভারে চলন্ত বাসে ডাকাতি

, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা ২৪.কম, সাভার (ঢাকা) | 2025-03-02 21:12:06

ঢাকা জেলার সাভারে রাজধানী পরিবহনের একটি চলন্ত বাসে ডাকাতির ঘটনা ঘটেছে। এসময় বাসে থাকা যাত্রীদের কাছ থেকে নগদ টাকা, স্বর্ণালংঙ্কার ও মূলবান জিনিসপত্র লুট করে নেন ডাকাত দল। তবে এঘটনায় কাউকে আটক করা যায়নি।

রোববার (২ মার্চ) সন্ধ্যায় সাভার হাইওয়ে থানার ইনচার্জ সওগাতুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

এর আগে, বিকালে ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের ব্যাংক কলোনী যাত্রীবাহী রাজধানী বাসে এঘটনা ঘটে।

হাইওয়ে পুলিশ জানান, দুপুরে ঢাকাগামী সাভারের ব্যাংক কলোনীতে ফাঁকাস্থানে নিয়ে রাজধানী পরিবহন নামের একটি বাসে এঘটনা ঘটায়। এসময় অস্ত্রের মুখে জিম্মি করে নগদ অর্থ ও মূল্যবান জিনিসপত্র লুট করে নিয়ে যায়। পরে তারা বাস থেকে নেমে পালিয়ে যায়।

বাসে থাকা মিঠু সিকদার নামের এক যাত্রী বলেন, দুপুরে সাভারের সিএমবি বাসস্ট্যান্ড থেকে ঢাকার মিরপুরের দিকে যাচ্ছিলাম। এসময় ব্যাংক কলোনীর একটি নির্জন স্থানে থামিয়ে ৭ থেকে ৮জন ছুরি ও সুইচগিয়ার দেখিয়ে বাসে থাকা যাত্রীদের জিম্মি করে। পরে সামনে থাকা যাত্রীদের টাকা, মোবাইল ও মূল্যবান জিনিসপত্র নিয়ে যায়। তবে কাউকে আঘাত করেনি শুধু ভয় দেখিয়েছে।

এঘটনায় সাভার হাইওয়ে থানার ইনচার্জ সওগাতুল আলম বলেন, চলন্ত বাসে অস্ত্রের মুখে জিম্মি করে মালামাল লুট করে নিয়েছে কয়েক জন। যেই বাসে ঘটনাটি ঘটেছে সেই বাস যাত্রী নিয়ে ঢাকা চলে গেছে। বাসটি আসলে চালকের বক্তব্যে বুঝা যাবে এটা ছিনতাই না ডাকাতি। এতে সাভার মডেল থানা, ডিবি ও হাইওয়ে পুলিশ এক সাথে তদন্তে নেমেছে বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।

এ সম্পর্কিত আরও খবর