ফরিদপুরের ভাঙ্গা থানার ওসি শফিকুল ইসলাম গ্রেফতার

, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ফরিদপুর | 2025-02-28 16:09:14

মানবতাবিরোধী অপরাধের মামলায় ফরিদপুরের ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলামকে ভাঙ্গা থানা থেকে আটক করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। পরে তাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনাল-১ এ সোপর্দ করলে আদালত তাকে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে এ বিষয়টি নিশ্চিত করেন ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) শৈলেন চাকমা।

এর আগে বুধবার রাত ৮ টার দিকে কর্মরত ভাঙ্গা থানা থেকে তাকে আটক করে নিয়ে যান ঢাকা গোয়েন্দা পুলিশ (ডিবি)। বুধবার রাত ৮টার পর থেকে বৃহস্পতিবার দিবাগত রাত ১২টা পযন্ত ভাঙ্গার ওসির অবস্থান সম্পর্কে কোন নিশ্চিত ধারণা সাংবাদিকদের দিতে পারেননি জেলা পুলিশের কোন দায়িত্বশীল কর্মকর্তা।

বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরের পর থেকে ভাঙ্গা এলাকার মানুষের মধ্যে ওসি গ্রেফতারের বিষয়টি নিয়ে কানাঘুষা চলছিলো। কিন্তু ভাঙ্গা থানা থেকে বিষয়টি নিশ্চিত হওয়া যাচ্ছিলো না। তিনি অফিসে নেই এটাই শুধু জানা যাচ্ছিলো। খোঁজ নিয়ে জানা যায়, বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) ভাঙ্গা উপজেলা আইনশৃঙ্খলা সভায় তিনি অনুপস্থিত ছিলেন।

বৃহস্পতিবার বিকাল সাড়ে ৪টার দিকে ভাঙ্গা থানার পরিদর্শক (তদন্ত) ইন্দ্রজিত মল্লিক বলেন, শুনেছি ওসি স্যার বুধবার রাতে ফরিদপুর এসপি স্যারের অফিসে গিয়েছেন। বৃহস্পতিবার বিকাল পর্যন্ত থানায় এসেছেন কি না জানি না।

শফিকুল ইসলাম গত ১৫ই ফেব্রুয়ারি ফরিদপুরের ভাঙ্গা থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে যোগদান করেন। যোগদানের মাত্র ১১দিনের মধ্যে থানা থেকে ওসিকে আটকের এ ঘটনা ঘটে।

ভাঙ্গায় যোগদানের আগে শফিকুল ইসলাম হবিগঞ্জ গোয়েন্দা পুলিশের (ডিবি) ওসি হিসেবে কর্মরত ছিলেন। পরে তাকে গাজীপুর মেট্রোপলিটন পুলিশে বদলি করা হয়েছিল। গাজীপুরে তিনি ডিবি পুলিশের পরিদর্শক হিসেবে কাজ করেছেন।

ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার শৈলেন চাকমা বলেন, ভাঙ্গার ওসি শফিকুল ইসলামকে বুধবার রাতে ঢাকার ডিবি পুলিশ আটক করে। পরে বৃহস্পতিবার তাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনাল-১ এ সোপর্দ করা হয়। পরে আদালত তাকে কেরানিগঞ্জ কেন্দ্রীয় কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

শৈলেন চাকমা আরও বলেন, এ বিষয়টি বিস্তারিত ভাবে আমরা বৃহস্পতিবার রাতে জানতে পারি। তিনি বলেন, এর আগে আমাদের পুলিশের হেড কোয়াটার আমাদের একটি বার্তা দেন তাতে গজীপুরের ডিবি পুলিশের সাবেক পরিদর্শক শফিকুল ইসলামকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনাল-১ এ সোপর্দ করার কথা বলা হয়।

জানা যায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় গাজীপুর জেলা গোয়েন্দা পুলিশে পুলিশ পরিদর্শক হিসেবে কর্মরত ছিলেন মো. শফিকুল ইসলাম।

আন্দোলনের সময় ৫ আগস্ট গাজীপুরের কোনাবাড়ি থানা এলাকায় পুলিশের গুলিতে মারা যান মো. হৃদয় নামে এক কলেজ ছাত্র।

এছাড়া গত ২৫ ফেব্রুয়ারি হবিগঞ্জ মডেল থানায় একটি মামলায় ৪ নম্বর আসামী করা হয়েছে ওসি শফিকুল ইসলামকে। ২০২৩ সালের ১৯ আগস্ট হবিগঞ্জ শহরে বিএনপির পদযাত্রা কর্মসূচিতে হামলা ও গুলিবর্ষনের ঘটনার দেড় বছর পর মামলাটি করেন হবিগঞ্জ পৌর বিএনপির সাধারণ সম্পাদক এস এম আব্দুল আউয়াল।

এ মামলায় হবিগঞ্জের তৎকালীন ডিবির ওসি শফিকুল ইসলাম ছাড়াও হবিগঞ্জের সাবেক পুলিশ সুপার এসএম মুরাদ আলিকে প্রধান আসামি করে পুলিশের ১৮ সদস্যসহ ৭৫ জনের নাম উল্লেখ করা হয়।

এ সম্পর্কিত আরও খবর