আবদুল্লাহ আল নোমানের জানাজায় লাখো মানুষের ঢল

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, চট্টগ্রাম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

জুমার আজানের সুর মিলিয়ে জমিয়তুল ফালাহ মসজিদের চারপাশে মানুষের ঢল। বিএনপির ভাইস চেয়ারম্যান, সাবেক মন্ত্রী ও বীর মুক্তিযোদ্ধা আবদুল্লাহ আল নোমানের মরদেহ অ্যাম্বুল্যান্স থেকে নামানোর সঙ্গে সঙ্গে নেতাকর্মীরা ছুটে যান সামনে। শেষবারের মতো প্রিয় নেতাকে একনজর দেখার আকুতি ছিল সবার চোখে-মুখে।

শুধু বিএনপির নেতাকর্মী নন, জাতীয় পার্টি, সিপিবি, জামায়াতসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারাও এসেছিলেন শ্রদ্ধা জানাতে। সাধারণ মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো, যারা রাজনীতির বাইরেও ভালোবাসতেন নোমান ভাইকে।

বিজ্ঞাপন

জানাজার আগে মরহুমের রাজনৈতিক জীবন ও অবদান নিয়ে স্মৃতিচারণ করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, সিপিবির কেন্দ্রীয় সভাপতি শাহ আলম, বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক মীর হেলাল, নগর আহ্বায়ক এরশাদ উল্লাহ, চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেনসহ আরও অনেকে।

প্রিয় নেতার বিদায়ে শোকাহত ছিলেন সবাই। জানাজার কাতারে দাঁড়িয়ে কেউ ছিলেন নির্বাক, কেউবা চোখের পানি লুকিয়ে মুছছিলেন।

বিজ্ঞাপন

জানাজার নামাজ শেষে রাষ্ট্রীয়ভাবে তাকে গার্ড অব অনার দেওয়া হয়। এরপর নগরীর মানুষের ভালোবাসা আর অশ্রুসিক্ত বিদায়ে চিরবিদায় নেন চট্টগ্রামের এই বরেণ্য নেতা।