নোমান ভাইয়ের অবদান আজও দরকার ছিল: আমীর খসরু

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, চট্টগ্রাম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, দেশের এই সময়ে সাবেক মন্ত্রী, বীর মুক্তিযোদ্ধা আবদুল্লাহ আল নোমানের বড়ই প্রয়োজন ছিল।

শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে চট্টগ্রামের জমিয়তুল ফালাহ মসজিদ প্রাঙ্গণে জানাজার পূর্বে স্মৃতিচারণ করে তিনি এ কথা বলেন।

বিজ্ঞাপন

আমীর খসরু বলেন, ‘নোমান ভাইয়ের নেতৃত্বে আমরা চট্টগ্রাম মহানগরের রাজনীতি করেছি। আন্দোলন-সংগ্রামে একসঙ্গে রাজপথে থেকেছি। তিনি ছাত্র রাজনীতি, শ্রমিক রাজনীতি ও বিএনপির রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। উনি ছিলেন পরিপূর্ণ রাজনীতিবিদ, সার্বক্ষণিকভাবে রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন।’

তিনি আরও বলেন, ‘বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে সংগঠিত করতে নোমান ভাই চট্টগ্রাম মহানগর, উত্তর-দক্ষিণসহ বিভিন্ন এলাকায় ছুটে গেছেন। রাজনীতির প্রতি তার নিবেদন ছিল অতুলনীয়। যদি তিনি সুস্থ থাকতেন, আরও কিছুদিন বাঁচতেন, তাহলে বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে তার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ হতো।’

বিজ্ঞাপন

সিপিবির কেন্দ্রীয় সভাপতি শাহ আলম বলেন, ‘আমরা একসঙ্গে ছাত্র রাজনীতি করেছি। ১৯৬৮ সালের ৫ আগস্ট পাকিস্তান পুলিশ তাকে গ্রেফতার করেছিল। একই দিন আমিও গ্রেফতার হয়েছিলাম। আমরা পাঁচ মাস জেলে ছিলাম। নোমান ভাইয়ের সঙ্গে আমার অনেক স্মৃতি রয়েছে, যা আমি লিখব।’

এছাড়া বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক মীর হেলাল, মাহবুবুর রহমান, মহানগর কমিটির আহ্বায়ক এরশাদ উল্লাহ ও জামায়াতে ইসলামীর চট্টগ্রাম আমীর শাহজাহান চৌধুরী স্মৃতিচারণ করেন।

জানাজার আগে প্রয়াত আবদুল্লাহ আল নোমানের ছেলে ব্যারিস্টার সাঈদ আল নোমান সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। জানাজার পর চট্টগ্রামের জেলা প্রশাসক ফরিদা খানমের নেতৃত্বে তাকে রাষ্ট্রীয় সম্মান জানানো হয়।