সব আন্তনগর ট্রেনের যাত্রা বিরতি ও নতুর ট্রেনের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেল পথ অবরোধ করেছে জেলার সম্মিলিত সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন।
শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) সকাল ১০ টা থেকে ১১ টা পর্যন্ত ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশনে এ কর্মসূচি পালিত হয়।
এ সময় বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা ওয়াসেল সিদ্দিকী , সামাজিক সংগঠন তরীর সদস্য খালেদা আক্তার মুন্নি, ব্যবসায়ী ফয়সল আহমেদ, প্রেসক্লাবের সভাপতি জাবেদ রহিম বিজন , সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন সংগঠনের সমন্বয়কারী ইব্রহীম সাদাত প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, দুর্ভোগের আরেক নাম ব্রাহ্মণবাড়িয়া রেল স্টেশন। গুরুত্বপূর্ণ এ স্টেশন দিয়ে যাত্রী পারাপারের সংখ্যা বাড়লেও বাড়েনি আসন সংখ্যা ও ট্রেন। এতে দুর্ভোগ বেড়েছে ব্রাহ্মণবাড়িয়া থেকে বিভিন্ন গন্তব্যে যাতায়াতকারী যাত্রীদের। রাজস্ব আয়ের ক্ষেত্রে ঢাকা চট্রগ্রামের পরই এর স্থান হলেও যাত্রী সেবার মান বাড়েনি। এ ছাড়া স্টেশনটিতে যে সামান্য টিকিট বরাদ্দ দেয়া হয়েছে কালোবাজারিদের দৌরাত্যে তাও পাওয়া যায় না । অবিলম্বে ব্রাহ্মণবাড়িয়ায় সব আন্তনগর ট্রেনের যাত্রাবিরতি ,আসন সংখ্যা বৃদ্ধি এ রুটে নতুন আন্তনগর ট্রেনের দাবি জানান।
পরে প্রশাসনের আশ্বাসের পরিপ্রেক্ষিতে অবরোধ তুলে নেয়া হয়।