ভালুকায় যুবকের দেওয়া আগুনে পুড়লো প্রাথমিক বিদ্যালয়ে কক্ষ

, জাতীয়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ময়মনসিংহ | 2025-02-27 23:41:17

ময়মনসিংহের ভালুকায় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আগুন দিয়েছে এক যুবক। অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। পরে স্থানীয়রা আগুন লাগানোর অভিযোগে এক যুবককে আটক করে পুলিশের কাছে সোপর্দ করে।

বৃহস্পতিবার(২৭ ফেব্রুয়ারি) রাতে পৌরশহরের ৭ নং ওয়ার্ডের ১১৭নং দক্ষিণ ভালুকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দোতলা ভবনের নিচ তলায় কক্ষে আগুন দেয় এক যুবক।

সে উপজেলার মল্লিকবাড়ী এলাকার মো. মোখলেছুর রহমানের ছেলে আমান উল্লাহ (৩০)। আগুন দিয়ে পালানোর সময় স্থানীয় লোকজন ওই যুবককে আটক করে পুলিশে সোপার্দ করেছে।

ভালুকা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসর আতিকুর রহমান বলেন, প্রাথমিক বিদ্যালয়ে আগুন লাগার খবর পেয়ে দুটি ইউনিট কাজ করে। একটি কক্ষের বেঞ্চসহ কিছু সামগ্রী পুড়ে গেছে।

ভালুকা মডেল থানার পরিদর্শক (তদন্ত) হুমায়ুন আহমেদ বলেন, সরকারি স্কুলে আগুন দিয়ে পালানোর সময় এক যুবককে স্থানীয় বাসিন্দারা আটক করে আমাদের হাতে সোপর্দ করেছে। যুবকের কথাবার্তায় অসংলগ্ন মনে হয়েছে। প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে।

এ সম্পর্কিত আরও খবর