ঘুষ দিয়ে নলকুপের অপারেটর নিয়োগ, বাতিলের দাবীতে মানববন্ধন

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, চাঁপাইনবাবগঞ্জ
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার দাইপুকুরিয়ায় নরসিংহপুর ইংলিশে ঘুষ বাণিজ্যের মাধ্যমে নিষিদ্ধ সংগাঠন ছাত্রলীগের চলমান কমিটিতে থাকা একজন ছাত্রকে গভীর নলকুপের অপারেটর নিয়োগের প্রতিবাদে এবং নিয়োগ বাতিলের দাবিতে মানববন্ধন করেছেন দাইপুকুরিয়া নরসিংহপুর ইংলিশের কৃষক বৃন্দ।

বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) দুপুর ৩টায় উক্ত স্থানের গভীর নলকুপ সংলগ্ন কৃষি জমিতে মানববন্ধনটি সংঘটিত হয়, মানববন্ধনে দাইপুকুরিয়া নরসিংহপুর ইংলিশের কৃষক বৃন্দ অংশগ্রহণ করে বলেন, খুনি হাসিনা চলে যাওয়ার পরেও তার দোসররা এখনো বিভিন্ন সেক্টরে বহাল আছে, যার প্রেক্ষিতে বরেন্দ্র বহুমুখী কতৃপক্ষ ঘুষ বাণিজ্যের মাধ্যমে নিষিদ্ধ সন্ত্রাসী সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের চলমান কমিটিতে থাকা সক্রিয় কর্মী মোঃ নাইম ইসলাম কে গভীর নলকুপের অপারেটর নিয়োগ প্রদান করা হয়, এই সন্ত্রাসী সংগঠনের সক্রিয় কর্মী এর পূর্বেও ছিলো তার দ্বারা কৃষক জিম্মি ছিলো, মাঝেমধ্যে কৃষকের উপর সে হামলা করতো, বরাবরই সে কৃষকদের সাথে খারাপ ব্যবহার করেছে, ঠিকমত জমিতে পানি সরবরাহ করা হতোনা, কৃষকরা তা বলতে গেলে কৃষকদের উপর হামলা করা হতো।

বিজ্ঞাপন

এই ফ্যাসিস্ট হাসিনার দোসর সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগের এই কর্মী যদি গভীর নলকুপ অপারেটরের দায়িত্বে থাকে তাহলে সে বরাবরের মতই কৃষকদের ক্ষতি সাধিত করবে, কৃষকদের জিম্মি করে ক্ষমতার বলে কৃষকদের ফসলের উপর ক্ষতিকর প্রভাব ফেলবে।

আমরা দাইপুকুরিয়া নরসিংহপুর ইংলিশের কৃষক বৃন্দের দাবী যথাযথ কর্তৃপক্ষের কাছে ফ্যাসিস্ট হাসিনা,র দোসর নিষিদ্ধ সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগের কর্মী নাইম ইসলামের গভীর নলকূপ অপারেটর নিয়োগ বাতিলের দাবী জানাচ্ছি।

বিজ্ঞাপন