পটুয়াখালী আইনজীবী নির্বাচনের ফল বর্জন, অনিয়মের অভিযোগ

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, পটুয়াখালী
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: বার্তা২৪.কম

ছবি: বার্তা২৪.কম

পটুয়াখালী জেলা আইনজীবী সমিতির নির্বাচনে অনিয়মের অভিযোগ তুলে ফলাফল বর্জনের ঘোষণা দিয়েছেন জামায়াতে ইসলামী সমর্থিত সভাপতি প্রার্থী অ্যাডভোকেট নাজমুল আহসান।

বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে আইনজীবী সমিতির কার্যালয়ের সামনে এক সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন।

বিজ্ঞাপন

তিনি অভিযোগ করেন, বিএনপি-সমর্থিত প্রার্থীরা পরিকল্পিতভাবে ভোটের পরিবেশ নষ্ট করেছেন। তাঁদের সমর্থকরা নির্দিষ্ট ভোটারদের কেন্দ্রে আসতে বাধা দেন এবং ভোট দিতে চাপ প্রয়োগ করেন। এমনকি বিএনপি-সমর্থিত প্রার্থীদের ভোট দিয়ে ছবি তুলে দেখানোর শর্ত দেওয়া হয়। যারা রাজি হননি, তাদের ফিরিয়ে দেওয়া হয়েছে।

নাজমুল আহসান জানান, তিনি প্রধান নির্বাচন কমিশনারকে বিষয়টি জানালেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।

বিজ্ঞাপন

এ বিষয়ে প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট মোহসীন উদ্দিন জানান, মোট ৪৬৫ জন ভোটারের মধ্যে ৩৯৬ জন ভোট দিয়েছেন। জামায়াতের প্রার্থীর সর্বোচ্চ ভোট ২০ থাকলেও নাজমুল আহসান ১৩৭ ভোট পেয়েছেন। তাই অভিযোগের কোনো ভিত্তি নেই।

নাজমুল আহসান আরও অভিযোগ করেন, মনোনয়নপত্র দাখিলের দিন বিএনপি-সমর্থিত আইনজীবীরা জামায়াত সমর্থিতদের ওপর হামলা চালান এবং মনোনয়নপত্র সংগ্রহে বাধা দেন। জ্যেষ্ঠ আইনজীবীদের মধ্যস্থতায় তারা নির্বাচন করলেও শেষ পর্যন্ত পরিকল্পিতভাবে একতরফা ভোট দিয়ে বিএনপি-সমর্থিতরা বিজয় ছিনিয়ে নিয়েছেন।