ঢাবিতে সংঘর্ষের প্রতিবাদে বাংলামোটর সড়ক অবরোধ করেছে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
বুধবার (২৬ ফেব্রুয়ারি) রাত ১০টায় তারা এই অবরোধ শুরু করে।
অবরোধকারীদের মধ্যে সোনারগাঁও বিশ্ববিদ্যালয় এর শিক্ষার্থী কাজী ইমাম হোসাইন জানান, এই সংঘর্ষে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ১১জন আহত হয়েছেন।
এই সংঘর্ষের সূত্রাপাত হিসেবে নতুন ছাত্র সংগঠনের কমিটিতে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের না রাখাকে দায়ী করেছেন তারা।
উল্লেখ্য, বাংলাদশে গণতান্ত্রিক ছাত্রসংসদ নামে মধুর ক্যান্টিনে নতুন ছাত্র সংগঠনের আত্মপ্রকাশ উপলক্ষ্যে উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়। এরপর দুই পক্ষের হাতাহাতিতে বেশ কয়েকজন আহত হয়েছেন।