ময়মনসিংহে ছিনতাইকৃত মোটরসাইকেলসহ চার ছিনতাইকারীকে গ্রেফতার করেছে কোতোয়ালি মডেল থানা পুলিশ।
গ্রেফতারকৃতরা হলেন নগরীর হানিফ মিয়ার ছেলে মোঃ সাদ্দাম হোসেন(২৭), নজরুল ইসলামের ছেলে মোঃ তসলিম আহম্মেদ(২৭), বাদল মিয়ার ছেলে মোঃ রুবেল(২৭), মৃত শামসুল হকের ছেলে মোঃ পারভেজ (২৫)।
বুধবার(২৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল ইসলাম খান এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম খান জানান, ওয়ারেন্ট তামিল এবং ছিনতাইকারী গ্রেফতারের লক্ষ্যে বিশেষ অভিযান পরিচালনাকালে বুধবার মধ্যরাতে নগরীর আকুয়া গরুর খোয়াড় মোড়ে ছিনতাইকারীরা এক মোটরসাইকেল আরোহীর পথরোধ করে অস্ত্রের ভয় দেখিয়ে তার মোটরসাইকেলটি ছিনিয়ে নেয়ার চেষ্টা করছে। পুলিশ খবর পেয়ে দ্রুত আকুয়া গরুর খোয়ার মোড়ে চার ছিনতাইকারীকে গ্রেফতার করে। এ সময় তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র উদ্ধার করে পুলিশ।
ওসি শফিকুল ইসলাম খান আরও বলেন মোটরসাইকেল ছিনতাইয়ের ঘটনা মামলা হয়েছে। গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে প্রেরন করা হইয়াছে।