মুন্সীগঞ্জে ওয়াজ মাহফিল থেকে মাদরাসা ছাত্রী নিখোঁজ, আটক ১

, জাতীয়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, মুন্সীগঞ্জ | 2025-02-26 18:47:39

মুন্সীগঞ্জের সিরাজদিখানে বাড়ির পাশে ওয়াজ মাহফিলে গিয়ে এক মাদরাসা ছাত্রী নিখোঁজ হয়েছে। তার নাম ফাতেমা আক্তার (৬)। মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) দিনগত রাতে উপজেলার রশুনিয়া ইউনিয়নের পূর্ব রশুনিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

এদিকে মাদরাসা ছাত্রী নিখোঁজের ঘটনায় সন্দেহভাজন সাব্বির খান (২৫) নামে একজনকে আটক করেছে পুলিশ। সে ওই ওয়াজ মাহফিলে আইসক্রীম বিক্রি করতে আসে। আটক সাব্বির একই উপজেলার উত্তর তাজপুর গ্রামের নাহিদ খানের ছেলে। এছাড়া বুধবার বিকেলে মাদরাসা ছাত্রীর মা বিলকিস বেগম সিরাজদিখান থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

নিখোঁজ ফাতেমা আক্তার পূর্ব রশুনিয়া গ্রামের কুয়েত প্রবাসী শহীদুল ইসলাম হাওলাদারের মেয়ে ও রশুনিয়া মাহমুদিয়া নূরানীয়া মাদরাসার প্রথম শ্রেণীর ছাত্রী।

স্থানীয়রা জানান, উপজেলার পূর্ব রশুনিয়া গ্রামের রশুনিয়া মাহমুদিয়া নূরানীয়া মাদরাসা প্রাঙ্গনে মঙ্গলবার রাতে ওয়াজ মাহফিলের আয়োজন করে মাদরাসা কর্তৃপক্ষ। মাহফিল ঘিরে সেখানে বিভিন্ন খাবার সামগ্রীর দোকান বসে। নিজ বাড়ির পাশের ওই ওয়াজ মাহফিলে সন্ধ্যার দিকে ছুটে যায় ছাত্রী ফাতেমা। সেখানে তাকে সাব্বিরের কাছ থেকে আইসক্রীম কিনে খেতে দেখেছেন। সন্ধ্যা ঘনিয়ে রাত নামেতই ওই মাদরাসা ছাত্রীকে আর মাহফিলসহ আশপাশের কোথাও দেখা যায়নি। এতে পরিবারের লোকজন তার খোঁজে বের হয়। তাকে খুঁজে না পেয়ে স্থানীয় লোকজন বিক্ষুব্ধ হয়ে উঠে। এক পর্যায়ে ওই রাতেই সন্দেহভাজন আইসক্রীম বিক্রেতা সাব্বির হোসেনকে আটক করে পুলিশের হাতে সোপর্দ করে।

সিরাজদিখান থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহেদ আল মামুন বলেন, রাতে ওয়াজ মাহফিলে এসে এক শিশু কন্যা নিখোঁজ হয়েছে।
আমরা রাত থেকেই বিভিন্ন স্থানে বার্তা পাঠিয়েছি। এছাড়া নিখোঁজ শিশু কন্যার সন্ধানে বিভিন্ন স্থানে পুলিশ সদস্যরা কাজ করছে। এ ঘটনায় থানায় একটি অভিযোগ হয়েছে। সন্দেহজনক একজনকে স্থানীয়রা আটক করে থানায় হস্তান্তর করেছে। আমরা তাকে জিজ্ঞাসাবাদ করছি।

এ সম্পর্কিত আরও খবর