জামালপুরে অপারেশন ডেভিল হান্টের বিশেষ অভিযানে জিয়াউল হক জিয়া নামে এক কূখ্যাত মাদক সম্রাটকে গ্রেফতার করেছে যৌথবাহিনী।
বুধবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে গ্রেফতার ওই মাদক সম্রাটকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। এর আগে বুধবার সকালে জামালপুর পৌরসভার রামনগর এলাকার নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করে যৌথবাহিনী।
বিষয়টি নিশ্চিত করেছেন জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ফয়সাল মো. আতিক। তার বিরুদ্ধে জামালপুর সদর থানায় একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ জানায়, বুধবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে একাধিক মাদক মামলার আসামী জিয়াউল হক জিয়ার পৌরসভার রামনগর এলাকায় পুলিশ সেনাবাহিনীর যৌথবাহিনী অভিযানে গ্রেফতার হয়।
এসময় গ্রেফতার জিয়াউল হক মাদক কারবারির কথা স্বীকার করে জানায়, সে ২০১২ সালে মাদক ব্যবসা শুরু করে। এর আগেও একবার ইয়াবা ট্যাবলেটসহ পুলিশের হাতে গ্রেপ্তার হয়ে ১৭ দিন জেলহাজতে ছিলেন। পরে জামিনে মুক্ত হয়ে কিছুদিন ব্যবসা বন্ধ রাখলেও পুরোদমে আবার মাদক ব্যবসা শুরু করেন। তার অধিকাংশ গ্রাহক হলো রাজনৈতিক নেতা ও কর্মী। তিনি বগুড়া জেলার সারিয়াকান্দি থেকে তার কাছে মাদকের চালান আসার কথাও অকপটে স্বীকার করেন। শহরের বিভিন্ন স্পটে গিয়ে মাদকাসক্তের কাছে মাদক সরবরাহ করে থাকেন বলেও জানান তিনি।
এদিকে সেনাবাহিনী এবং পুলিশের যৌথ অভিযানে গ্রেফতার হবার খবরে এলাকার শত শত মানুষ জিয়াউলের বাড়ির চারপাশে ভিড় করে।
এসময় তারা জানান , জিয়াউল রাজনৈতিক ছত্রছায়ায় সে অবাধে ১৯৯৬ সাল থেকে মাদক ব্যবসা করে। এতে এলাকার যুবসমাজ নষ্ট হয়ে যাচ্ছিলো। এসময় আইনের ফাঁক-ফোকর দিয়ে সে যেনো বেরিয়ে আসতে না এজন্য তার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন তারা।
জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু ফয়সাল মো. আতিক মাদক ব্যবসায়ী জিয়াউল হকের আটক হবার কথা জানান। প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।