রমজানে নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে কঠোর ব্যবস্থা: চসিক মেয়র

, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, চট্টগ্রাম | 2025-02-26 18:37:10

চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, বিশ্বের অন্যান্য দেশে রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম কমানো হয়, অথচ বাংলাদেশে উল্টো চিত্র দেখা যায়। এটি মোটেও গ্রহণযোগ্য নয়।

বুধবার (২৬ ফেব্রুয়ারি) টাইগারপাসস্থ নগর ভবনে চসিক রাজস্ব বিভাগের উদ্যোগে আয়োজিত এক যৌথ সভায় তিনি এসব কথা বলেন। আসন্ন রমজান উপলক্ষে নিত্যপণ্যের দাম স্থিতিশীল রাখতে বাজার মনিটরিং জোরদার করার ঘোষণা দেন মেয়র।

তিনি বলেন, রমজান সংযমের মাস। এ সময়ও যদি আমরা নৈতিকতা বজায় না রাখি, তবে তা দুঃখজনক। কিছু অসাধু ব্যবসায়ী অধিক মুনাফার লোভে সাধারণ মানুষের কষ্ট বাড়াচ্ছে, যা অনৈতিক।

মেয়র জানান, রমজানের প্রথম দিন থেকেই বাজার মনিটরিং শুরু হবে। তিনি নিজেই বাজার পরিদর্শনে যাবেন, সঙ্গে থাকবেন ম্যাজিস্ট্রেট। কেউ ওজনে কম দিলে বা দাম বাড়ানোর চেষ্টা করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এই অভিযান পুরো রমজানজুড়ে চলবে।

চসিক মেয়র আরও বলেন, নগরীর চকবাজারসহ বিভিন্ন এলাকায় অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। কিন্তু কিছু লোক পুনরায় বসার চেষ্টা করছে, যা জনদুর্ভোগ সৃষ্টি করছে।

তিনি জানান, সিটি করপোরেশন বারবার উচ্ছেদ অভিযান চালালেও এলাকাবাসী সচেতন না হলে এটি পুরোপুরি রোধ করা সম্ভব নয়। ট্রাফিক ব্যবস্থাপনা নিয়ে তিনি বলেন, নগরীর যানজট নিরসনে স্মার্ট ট্রাফিক সিস্টেম চালু করা হচ্ছে। কিন্তু কিছু এলাকায় গাড়িগুলো যথাযথভাবে দাঁড়ায় না, ফলে যানজট তৈরি হয়। নিয়মিত অভিযানের মাধ্যমে এসব সমস্যার সমাধান করা হবে।

জলাবদ্ধতা রোধে নাগরিকদের সচেতন হওয়ার আহ্বান জানিয়ে মেয়র বলেন, চসিক খাল পরিষ্কারের কাজ করছে, কিন্তু অনেকেই সেখানে ময়লা-আবর্জনা ফেলছে। এটি বন্ধ না হলে জলাবদ্ধতা নিরসন সম্ভব নয়। প্রশাসন নিরলসভাবে কাজ করছে, তবে নাগরিকদেরও দায়িত্বশীল হতে হবে।

যৌথ সভায় ব্যবসায়ী নেতারা কয়েকটি দাবি তুলে ধরেন- অবৈধ হকার উচ্ছেদ, নিত্যপণ্যের সঠিক মূল্য তালিকা ও মান নিয়ন্ত্রণ, পণ্যের সরবরাহ স্বাভাবিক রাখা, আমদানি পণ্যের দাম স্থিতিশীল রাখা, রমজানে ট্রাফিক জ্যাম কমানোর কার্যকর ব্যবস্থা ও ওজনে কারচুপি রোধ।

সভায় চসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মুহম্মদ তৌহিদুল ইসলাম, সচিব মো. আশরাফুল আমিন, প্রধান রাজস্ব কর্মকর্তা সরোয়ার কামালসহ জেলা প্রশাসন, পুলিশ, ক্যাব, ব্যবসায়ী সংগঠন ও সেবা সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

এ সম্পর্কিত আরও খবর