সড়ক দুর্ঘটনায় নিহত ও আহত ৬ পরিবার পেল ২৬ লাখ টাকা আর্থিক সহায়তা

, জাতীয়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, টাঙ্গাইল | 2025-02-26 18:03:09

টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় পাঁচজন নিহত ও আহত এক পরিবারকে মোট ২৬ লাখ টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।

বুধবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে বাংলাদেশ রোড অথরিটির (বিআরটিএ) উদ্যোগে টাঙ্গাইল জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে নিহত ও আহত পরিবারের প্রতিনিধিদের হাতে আর্থিক সহায়তার চেক তুলে দেন টাঙ্গাইলের জেলা প্রশাসক শরীফা হক।

এ সময় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. মাহবুব হাসান, বিআরটিএ টাঙ্গাইলের সহকারী পরিচালক মাহাতাব উদ্দিন, মোটরযান পরিদর্শক এনামুল হক প্রমুখ উপস্থিত ছিলেন।

সহায়তা পাওয়া ব্যক্তিরা হলেন- রাজিয়া সুলতানা, মো. শফিকুল ইসলাম, মোছা. সাজেদা, মো. হাবিবুর রহমান মিয়া ও সালমা বেগম।

বিআরটিএ সূত্র জানায়, গত বছর জানুয়ারি থেকে মার্চ মাস পর্যন্ত ৫টি সড়ক দুর্ঘটনায় পাঁচজন নিহত ও এক জন আহতের পরিবারকে মোট ২৬ হাজার চেক হস্তান্তর করা হয়। এর মধ্যে নিহতদের প্রতিটি পরিবারকে পাঁচ লাখ টাকা এবং আহতের পরিবারকে এক লাখ টাকা সহায়তা দেওয়া হয়।

এ সম্পর্কিত আরও খবর