বেনাপোলে ট্রেনে কাটা পড়ে মাছ ব্যবসায়ীর মৃত্যু

, জাতীয়

সিনিয়র করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, বেনাপোল (যশোর) | 2025-02-26 01:19:38

যশোর-বেনাপোল রেল সড়কের বেনাপোলে বেনাপোলে ট্রেনে কাটা পড়ে আসাদুজ্জামান লাভলু (৪০) নামে এক মাছ ব্যবসায়ী নিহত হয়েছেন।

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) বিকাল ৫টার দিকে বেনাপোলের আমড়াখালি অরক্ষিত রেল ক্রসিংয়ে এ ঘটনা ঘটে।

নিহত আসাদুজ্জামান লাভলু সাতক্ষীরা পৌরসভার ৭ নং ওয়ার্ডের রইচপুর গ্রামের মৃত আশরাফ উদ্দিনের ছেলে এবং পেশায় মাছ ব্যবসায়ী।

বেনাপোল রেলওয়ে থানার ওসি মো. মনিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, বিকালে বেনাপোল রেলওয়ে স্টেশন থেকে রুপসী বাংলা এক্সপ্রেসটি ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়। এ সময় আমড়াখালি এলাকায় রেলক্রসিং পার হওয়ার সময় ট্রেনে কাটা পড়ে মারা যান আসাদুজ্জামান লাভলু। পরে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে রেলওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য যশোর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

স্থানীয়রা জানান, যশোর-বেনাপোল রেল সড়কটি ব্যস্ততম রেল পথ হিসাবে বিবেচিত। যাত্রী ও মালবাহী একাধিক ট্রেন চলাচল করে। তবে ৩৪ কিলোমিটার এ সড়কের ৩৯টি রেল ক্রসিংয়ের মধ্যে অধিকাংশ স্থানে গেট ও গেট ম্যান না থাকায় দিন দিন দুর্ঘটনা বেড়ে চলেছে।

এ সম্পর্কিত আরও খবর