সেনাবাহিনীর অভিযানে অস্ত্রসহ সর্বহারা দলের সদস্য গ্রেফতার

, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, রাজবাড়ী | 2025-02-26 01:25:32

রাজবাড়ীর উড়াকান্দা এলাকা থেকে আগ্নেয়াস্ত্রসহ মোক্তার হোসেন মোহাই নামে সর্বহারা দলের এক সদস্যকে গ্রেফতার করেছে সেনাবাহিনী।

সোমবার (২৪ ফেব্রুয়ারি) দিনগত রাতে রাজবাড়ী আর্মি ক্যাম্পের একটি বিশেষ টহল দল সদর উপজেলার উড়াকান্দা এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত মোক্তার হোসেন মোহাই চিহ্ন সর্বহারা দলের একজন সক্রিয় সদস্য।এছাড়াও সে এলাকায় পেশাদার মাদক ব্যবসায়ী বলে পরিচিত।সে এলাকায় অস্ত্রের দাপট দেখিয়ে চাঁদাবাজি করতেন বলে জানা যায়। তার বিরুদ্ধে মাদক আইনে একাধিক মামলা রয়েছে।

সেনাবাহিনী সূত্রে জানা যায়,অভিযান চলাকালীন তার বাড়ি থেকে ১টি ওয়ান শুটারগান, ৭ রাউন্ড গুলি,৩শ গ্রাম গাজা,গাঁজা পরিমাপক যন্ত্র এবং ১টি মোবাইল উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত অস্ত্র গোলাবারুদসহ আসামি মোক্তার হোসেনকে রাজবাড়ী সদর থানায় হস্তান্তর করা হয়েছে। এই সফল অভিযানে স্থানীয় বাসিন্দারা সেনাবাহিনীর ভূয়সী প্রশংসা করেছন। আইন শৃঙ্খলা পরিস্থিতি রক্ষায় এমন উদ্যোগ সাধারণ জনগনের মনে আশার সঞ্চার করেছে বলে জানা যায়।

রাজবাড়ী সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহমুদুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, আসামী মোক্তার হোসেন মোহাই কে অস্ত্র আইনে মামলা রুজু শেষে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

এ সম্পর্কিত আরও খবর