রায়পুরায় তিন ডাকাত গ্রেফতার

, জাতীয়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, নরসিংদী | 2025-02-25 21:36:55

ঢাকা-সিলেট মহাসড়কের নরসিংদীর রায়পুরায় মাহমুদাবাদে ডাকাতির ঘটনায় তিন ডাকাতকে গ্রেফতার করছে নরসিংদী জেলা পুলিশ। 

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) বিকেলে পুলিশ সুপার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পুলিশ সুপার আব্দুল হান্নান। গ্রেফতারকৃতরা হলো, মোর্শেদ মিয়া (৩৬), মোঃ সজীব (৩৮) ও কাওসার মিয়া (৪২)। তাদের সকলের বাড়ি কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলার দড়িচন্ডিবের এলাকায়।

পুলিশ সুপার জানান, ২১ ফেব্রুয়ারি রাত প্রায় সোয়া ১টার দিকে একটি ডাকাত দল ঢাকা-সিলেট মহাসড়কের রায়পুরা মাহমুদাবাদ এলাকায় অস্ত্রেরমুখে জিম্মি করে একটি মাইক্রোবাসে ডাকাতি করে ৯৫ হাজার টাকা, তিনটি মোবাইল ও স্বর্ণালংকার ছিনিয়ে নেয়।

এ ঘটনার পরদিন মাইক্রোবাসের যাত্রী আব্দুস সোবহান বাদি হয়ে রায়পুরা থানায় একটি মামলা দায়ের করেন। মামলার অভিযোগে উল্লেখ করেন, শুক্রবার রাতে পরিবারের সদস্যদের নিয়ে গাজীপুরের কোনাবাড়ি থেকে সিলেটে যাচ্ছিলেন তিনি। গাড়িটি রায়পুরা উপজেলার মাহমুদাবাদে পৌঁছালে ডাকাতরা দেশীয় অস্ত্র দিয়ে গাড়িতে ভাঙচুর করে এবং দুই যাত্রীকে মারধর করে। এ সময় অস্ত্রের মুখে জিম্মি করে তাদের কাছ থেকে মোবাইল, সোনা ও রুপার গহনাসহ নগদ অর্থ ছিনিয়ে নেয়।

ঘটনার পর ওই রাতেই ভৈরব থানায় গিয়ে অভিযোগ দিতে চাইলে পুলিশ ঘটনাটি তাদের অধীনস্থ এলাকায় নয় বলে ফিরিয়ে দেন। এরপর অভিযোগ গ্রহণ না করে তাদের রায়পুরা থানায় যাওয়ার পরামর্শ দেওয়া হয়। এতে অভিযোগ না দিয়েই রাতের মধ্যে গন্তব্যে চলে যান তারা।

এই ঘটনায় রায়পুরা থানার ওসি (তদন্ত) প্রবীর কুমার ঘোষকে প্রধান করে ডিবির এসআই মোবারক হোসেন এবং শিবপুর থানার এস আই সাদেকুর রহমানকে দিয়ে তিন সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়। তদন্ত কমিটি ঘটনার রহস্য উৎঘাটনে কাজ শুরু করেন এবং ২৪ ফেব্রুয়ারি ভৈরব থেকে মোর্শেদ নামে এক ডাকাতকে গ্রেফতার করেন। তার দেয়া তথ্য মতে মঙ্গলবার বাকি দুই আসামীকে গ্রেফতার করা হয়। এছাড়া ছিনিয়ে নেয়া ২টি মোবাইল সেট, নগদ ৮ হাজার টাকা, ২টি চাপাতি, ২টি টর্চ লাইট ও একটি চাকু উদ্ধার করা হয়।

সংবাদ সম্মেলনে পুলিশ সুপার আরও জানান, এই দলের সদস্যরা ২৪ ফেব্রুয়ারি বিকেলে একই এলাকায় মোটর সাইকেলের গতিরোধ করে তাদের কাছ থেকে দুটি মোবাইল ও নগদ ৪ হাজার ৬শ টাকা ছিনিয়ে নেয়। এ ঘটনায় রায়পুরা থানায় আরও একটি মামলা দায়ের করা হয়। গ্রেফতারকৃতদের মধ্যে মোর্শেদ মিয়ার নামে আরও দুটি মাদকের মামলা রয়েছে বলে জানা গেছে।

এ সম্পর্কিত আরও খবর