জলবায়ুর প্রভাবে চট্টগ্রামে তাপমাত্রা বেড়েছে ৬ ডিগ্রি

, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, চট্টগ্রাম | 2025-02-25 20:51:47

জলবায়ুর পরিবর্তন ও অপরিকল্পিত নগরায়ণের কারণে চট্টগ্রামে সর্বোচ্চ তাপমাত্রা গত ৩০ বছরে ৬ ডিগ্রি সেলসিয়াস বেড়েছে। আগে যেখানে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩ ডিগ্রি, এখন তা বেড়ে হয়েছে ৩৯ ডিগ্রি সেলসিয়াস। পাশাপাশি বৃষ্টির পরিমাণও কমে গেছে। আগে বছরে সাত মাস বৃষ্টি হলেও এখন হচ্ছে মাত্র পাঁচ মাস।

নগরের চারটি ওয়ার্ডে আগের তুলনায় জোয়ারের পানি বেশি প্রবেশ করছে, ভূগর্ভস্থ পানিতে লবণাক্ততা বেড়েছে এবং পাহাড় কাটার ফলে ভূমিধসের ঘটনাও বাড়ছে। এছাড়া, বর্জ্য ব্যবস্থাপনার অভাবে নগরের খালগুলো পানিবদ্ধ হয়ে পড়ছে।

এই সমস্যা ও এর সমাধানের উপায় নিয়ে আলোচনা হয়েছে আন্তর্জাতিক সংস্থা ওয়াটার এইড বাংলাদেশের এক কর্মশালায়। মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) চট্টগ্রাম জেলা পরিষদ মিলনায়তনে ‘নিম্ন আয়ের মানুষের জলবায়ুর অভিযোজন পরিকল্পনা’ শীর্ষক কর্মশালায় এসব তথ্য উঠে আসে।

কর্মশালায় প্রধান অতিথি চট্টগ্রাম সিটি মেয়র শাহাদাত হোসেন বলেন, সেবাপ্রদানকারী সংস্থাগুলোর সমন্বয়হীনতা ও অপরিকল্পিত উন্নয়নের কারণে নগরীর বিভিন্ন সমস্যা তৈরি হয়েছে। প্রকল্পের পর প্রকল্প হাতে নেওয়া হলেও কাঙ্ক্ষিত উন্নয়ন হয়নি। বৃষ্টির পানি সংরক্ষণের কোনো উদ্যোগ নেই। এসব বিষয়ে এখনই ব্যবস্থা নিতে হবে।

তিনি আরও বলেন, খালগুলো পরিষ্কার করার পরও আবার বর্জ্য ফেলা হচ্ছে। বিশেষ করে খালের আশপাশের ভবনগুলো থেকে বর্জ্য ফেলা বন্ধ করা জরুরি। এ বিষয়ে জনসচেতনতা তৈরির জন্য আমরা ১০০টি শিক্ষা প্রতিষ্ঠানে শিশুদের প্রশিক্ষণ দেব, যাতে অভিভাবকেরাও সচেতন হন।

কর্মশালায় গবেষণা সারসংক্ষেপ তুলে ধরেন ইউনিভার্সাল এক্সেসের প্রোগ্রাম লিড বাবুল বালা। সভাপতিত্ব করেন ওয়াটার এইড বাংলাদেশের পরিচালক (প্রোগ্রাম ও পলিসি অ্যাডভোকেসি) পার্থ হেফাজ শেখ। এতে আরও উপস্থিত ছিলেন চট্টগ্রামের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়ন) শারমিন জাহান, চট্টগ্রাম ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ আনোয়ার পাশা, জেলা প্রশাসনের সহকারী কমিশনার শিফাত বিনতে আরা, পরিবেশ অধিদফতরের উপপরিচালক সেলিনা আক্তার ও সরকারি আবাসন পরিদপ্তর চট্টগ্রামের উপপরিচালক মুনতাসির জাহান প্রমুখ।

এ সম্পর্কিত আরও খবর