ফেনীতে সিগারেটের আগুনে পুড়লো ৪৫ হাজার ক্যারেট

, জাতীয়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ফেনী | 2025-02-24 22:30:38

ফেনী সদর উপজেলার পাঁচগাছিয়া বাজারে সিগারেটের আগুন থেকে একটি ক্যারেট গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

সোমবার (২৪ ফেব্রুয়ারি) বিকালের দিকে এ ঘটনা ঘটে। এতে প্রায় ৪৫ হাজার ক্যারেট পুড়ে গেছে বলে দাবি করছে গোডাউন মালিকরা৷ এ ঘটনায় প্রাথমিকভাবে ৮ লাখ টাকা ক্ষতি হয়েছে বলে জানিয়েছে ফায়ারসার্ভিস। তবে গোডাউন মালিকের দাবি ৫০ থেকে ৫৫ লাখ টাকা ক্ষতি হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, পাঁচগাছিয়া বাজারে আনুমানিক সাড়ে ৪ টার দিকে আগুন লাগে। এটি একটি ফলের ক্যারেট গোডাউন ছিল। আগুন দেখার পর আমরা ফায়ার সার্ভিসেকে খবর দেই। প্লাস্টিক জাতীয় পণ্য হওয়ায় আগুনের তাপ বেশি ছিল। ভেতরে যাওয়া যায়নি। গোডাউনে প্রায় ৪৫ হাজার ক্যারেট এখানে ছিল সব আগুনে পুড়ে গেছে। কিছু ক্যারেট স্থানীয়দের সহযোগিতায় উদ্ধার করা হয়েছে। আগুন নেভার শেষ দিকে ফায়ার সার্ভিস আসে। প্রায় ১ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

দোকানের মালিক এনামুল হক জানান, আমার গোডাউনে শত্রুতামি করে আগুন দেয়া হয়েছে বলে আমার ধারনা।।কারন আমার এখানে রাতের বেলা কাজ চলে, মানুষ বিরক্ত হয়। কেউ ইচ্ছাকৃত এ কাজ করতে পারে।এটি খোলা মাঠ আশেপাশে কিছু নেই, আজকে সারাদিন বিদ্যুৎ ছিলনা। আগুন লাগার কোন কারন নেই। আজ দোকানে আমার কোন লোক ছিলনা। সবাই বিভিন্ন কাজে গিয়েছে। আগুনের খবর শুনে এসে দেখে সব পুড়ে গেছে।।এগুলা প্লাস্টিক জাতীয় পণ্য। আগুনের তাপ বেশি হওয়াতে কেউ সামনেও যেতে পারেনি।

আগুনে নিজের ৫৫ লাখ টাকা ক্ষতি হয়েছে দাবি করে তিনি বলেন, এখানে ৩ থেকে ৪ ক্যাটারির ক্যারেট ছিল। প্রায় ৪৫ হাজার ক্যারেট এখানে ছিল যা সব পুড়ে গেছে। এ ক্যারেট গুলোর বাজারমূল্য ৫৫ লাখ টাকা। আমার আরেকজন ব্যবসায়িক পার্টনার আছে। তিনি যাওয়ার আগেই আমাকে ৩২ থেকে ৩৩ লাখ টাকার পণ্যের হিসাব দিয়েছে। চলতি সপ্তাহে ১০ গাড়ি নতুন পণ্য আসছে।সবকিছুই শেষ হয়েছে।

তিনি বলেন, আমি ধার দেনা করে ব্যবসা করি। সব হারিয়ে আমি নিঃস্ব। ব্যবসায়ীরা টাকা পাবে।প্রশাসন যদি আমাকে সহযোগিতা না করে রাস্তা বসা ছাড়া কোন উপায় নেই।

ফেনী ফায়ার সার্ভিসের সিনিয়ার স্টেশন অফিসার আব্দুল মজিদ জানান, সিগারেট থেকে আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণা করছে ফায়ার সার্ভিস। দুটি ইউনিট প্রায় এক ঘন্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে প্রায় ৮ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

এ ঘটনায় সন্ধ্যায় ফেনী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাসরিন সুলতানা কান্তা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

এ বিষয়ে তিনি বলেন, আমি ঘটনাস্থলে গিয়েছি। ভুক্তভোগীদের সাথে কথা বলেছি এবং বিষয়টি জেলাপ্রশাসককে জানিয়েছি। প্রাথমিক দৃষ্টিতে আমাদের কাছে ক্ষয়ক্ষতি কম মনে হয়েছে তবে গোডাউন মালিকরা আরও বেশি বলছেন। উর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেয়া হবে।

এ সম্পর্কিত আরও খবর