আমাদের সংবিধান মানার মানসিকতা নেই: আইন উপদেষ্টা

, জাতীয়

ঢাবি করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2025-02-24 20:50:23

অন্তর্বর্তীকালীন সরকারের আইন, বিচার এবং সংসদ বিষয়ক এবং প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল বলেছেন, "আপনারা কেবল সংবিধানের সমস্যার কথা বলেন। সমস্যা মূলত আমাদের অন্তরে। আমাদের সংবিধান মানার মানসিকতাই নেই।"

সোমবার (২৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে ‘রাষ্ট্র সংস্কারে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের ভাবনা ও প্রত্যাশা’ শীর্ষক সেমিনারে এ কথা বলেন তিনি ।

আসিফ নজরুল বলেন, আমরা স্বাধীনতাযুদ্ধের আগে থেকেই সংস্কারের কথা বলে আসছি। আজকে আমরা যেসব সংস্কারের কথা বলছি তা তখনও উল্লেখ করা হয়েছে। বিচার বিভাগের স্বাধীনতার কথা তখনও বলা হয়েছে। প্রধানমন্ত্রীর ক্ষমতা নিয়েও প্রশ্ন তোলা হয়েছে। কিন্তু এসব সংস্কার আলোচনা কেন বাস্তবায়িত হয়নি,তার উত্তর খোঁজার স্বদিচ্ছা আমাদের নেই।

তিনি বলেন, রাজনৈতিক দলগুলো আমাদের ভোটেই নির্বাচিত হয়। তাদের স্বদিচ্ছার অভাব মানে আমাদের স্বদিচ্ছার অভাব। আমরা কখনো দলীয় স্বার্থের উর্ধ্বে উঠতে পারিনি। জুলাই-আগস্টে কিছুটা সময়ের জন্য পেরেছি। পরে আবার তা হারিয়ে গেছে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারের ঐকমত্য কমিশনের সম্মানিত সদস্য ড. বদিউল আলম মজুমদার ও ড. ইফতেখারুজ্জামান , প্যানেলিস্ট হিসেবে ড. সামিনা লুৎফা, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক ভূঁইয়া মোহাম্মদ আসাদুজ্জামান,এবংযুগ্ম আহ্বায়ক সারওয়ার তুষার, জাতীয় নাগরিক কমিটি-সহ ছাত্র সংগঠনসমূহের নেতৃবৃন্দ, বিভিন্ন সংস্কার কমিশনের সদস্যবৃন্দ, নাগরিক সমাজের প্রতিনিধিবৃন্দ ।

এ সম্পর্কিত আরও খবর