বগুড়ায় হিমাগারের ভাড়া বৃদ্ধির প্রতিবাদে মহাসড়ক অবরোধ

, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা ২৪.কম,বগুড়া | 2025-02-24 17:01:49

বগুড়ায় অযৌক্তিকভাবে হিমাগারের আলু সংরক্ষণ ব্যয় বৃদ্ধির প্রতিবাদে মানববন্ধন করেছে স্থানীয় কৃষক ও আলু চাষিরা।

সোমবার (২৪ ফেব্রুয়ারি) দুপুর ১২টা থেকে ১২টা ৪০ মিনিট পর্যন্ত শাজাহানপুর উপজেলার গোহাইল ইউনিয়নের জামাদারপুকুর স্ট্যান্ডে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

মানববন্ধনের একপর্যায়ে ক্ষুব্ধ কৃষকরা নাটোর-রংপুর মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। পরে শাজাহানপুর থানা পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়।

কৃষকরা জানান, গত মৌসুমে হিমাগারে আলু সংরক্ষণের জন্য কেজি প্রতি ৫ টাকা ভাড়া নির্ধারিত ছিল। তবে চলতি মৌসুমে হিমাগার মালিকরা একতরফাভাবে ৩ টাকা বাড়িয়ে কেজি প্রতি ৮ টাকা নির্ধারণ করেছেন। এ সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে কৃষকরা মানববন্ধন করে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।

পরে বিক্ষোভকারীরা শাজাহানপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে স্মারকলিপি প্রদান করেন। এতে হিমাগারের সংরক্ষণ ব্যয় আগের মতো কেজি প্রতি ৫ টাকা নির্ধারণের দাবি জানান তারা।

এ সম্পর্কিত আরও খবর