কক্সবাজারে বিমানবাহিনীর ঘাঁটিতে হামলা, গুলিতে যুবক নিহত

, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, কক্সবাজার | 2025-02-24 19:17:35

কক্সবাজার শহরে বিমান বাহিনীর নির্মাণাধীন ঘাঁটিতে হামলার ঘটনা ঘটেছে। এ সময় গুলিতে এক যুবক নিহত হয়েছেন।

সোমবার (২৪ ফেব্রুয়ারি) বেলা ১২টার দিকে শহরে বিমান বাহিনীর নির্মাণাধীন ঘাঁটির কাছে এ ঘটনা ঘটে।

নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার সদর হাসপাতাল পুলিশের ইনচার্জ সাইফুল ইসলাম।

নিহত যুবকের নাম শিহাব কবির নাহিদ (৩০)। পেশায় ব্যবসায়ী নাহিদ স্থানীয় বাসিন্দা নাছির উদ্দিনের ছেলে।

বিষয়টি নিশ্চিত করে কক্সবাজারের জেলা প্রশাসক মোহাম্মদ সালাউদ্দিন বলেন, এঘটনায় একজন নিহত ও আরও বেশ কয়েকজন আহত হয়েছেন। 

এবিষয়ে বিমান বাহিনীর বক্তব্য পাওয়া যায়নি।

এ সম্পর্কিত আরও খবর