জলকামান ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপে ২ আউটসোর্সিং কর্মী আহত

, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা | 2025-02-22 19:52:29

চাকরি স্থায়ীকরণের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করা আউটসোর্সিং কর্মীদের ওপর জলকামান ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে পুলিশ।

শনিবার (২২ ফেব্রুয়ারি) বিকেল ৫টা ১৫ মিনিটের দিকে প্রেস ক্লাবের সামনে এ ঘটনা ঘটে।

সরেজমিনে দেখা যায়, দুই ঘণ্টার বেশি সময় ধরে প্রেসক্লাবের সামনে সড়ক অবরোধ করে রেখেছিল আউটসোর্সিং কর্মীরা। এর ফলে সচিবালয় ও আশপাশের এলাকায় তীব্র যানজট লেগে আছে।

পরবর্তীতে পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা অবরোধকারীদের বারবার সড়ক থেকে সরে যাওয়ার জন্য অনুরোধ করলেও কেউ কর্ণপাত করেনি। পরবর্তীতে পুলিশ বিক্ষোভকারীদের ওপর জলকামান ও পাঁচটি সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। এসময় দুইজন আউটসোর্সিং কর্মী আহত হয়।

উল্লেখ্য, এই মুহূর্তে যানচলাচল স্বাভাবিক থাকলেও থমথমে পরিস্থিতি বিরাজ করছে প্রেস ক্লাবের সামনে।

এ সম্পর্কিত আরও খবর