জেনে নিন মক্কা-মদিনায় ইতিকাফের নিয়ম

রামাদ্বান কারীম, ইসলাম

ইসলাম ডেস্ক, বার্তা২৪.কম | 2025-03-04 19:58:45

সৌদি আরবের মক্কা ও মদিনার পবিত্র দুই মসজিদে ইতিকাফ করার জন্য নিবন্ধন করতে হবে। বুধবার (৪ মার্চ) বেলা ১১টা থেকে মসজিদের অফিসিয়াল ওয়েবসাইটে নিবন্ধন কার্যক্রম শুরু হবে।

পবিত্র দুই মসজিদ পরিচালনাকারী জেনারেল অথরিটি বিভাগ এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, নির্ধারিত আসন পূর্ণ হওয়ার পর পরই নিবন্ধন কার্যক্রম শেষ হবে।

শর্ত পূরণ সাপেক্ষে ইতিকাফের নিবন্ধন করা যাবে। পবিত্র মসজিদে হারাম ও মসজিদে নববিতে শুধুমাত্র নিবন্ধিত ব্যক্তিরাই ইতিকাফ করার সুযোগ পাবেন।

ইতিকাফ পবিত্র রমজান মাসের গুরুত্বপূর্ণ একটি ইবাদত। এ মাসের শেষ ১০ দিন তা পালন করা হয়। এ সময় মসজিদে অবস্থান করে ইবাদতে মগ্ন থাকাই ইতিকাফের প্রধান কাজ।

এদিকে পবিত্র রমজান মাসে মসজিদে হারাম ও নববিতে আগতদের জন্য নতুন নির্দেশনা জারি করছে হারামাইন কর্তৃপক্ষ। আগতদের এই নির্দেশনা পালনের জন্য অনুরোধ করা হয়েছে।

সৌদি সংবাদ মাধ্যম এসপিআইয়ের খবরে বলা হয়েছে, হারামাইন শরিফাইন কর্তৃপক্ষ আগতদের জন্য কিছু নিয়ম বেধে দিয়েছে। এর ফলে ইবাদতের সময় তাদের কোনো ধরনের সমস্যার সম্মুখীন হতে হবে না এবং তারা প্রশান্তির সঙ্গে দীর্ঘ সময় ইবাদত করতে পারবেন।

হারামাইন শরিফাইনে আগতদের দিকনির্দেশনার জন্য স্বেচ্ছাসেবী নিয়োগ দেওয়া হয়েছে। এছাড়াও ডিজিটাল স্ক্রিনে ভিড় সংক্রান্ত তথ্য জানানো হবে।

হারামাইনের জেনারেল প্রেসিডেন্সির পক্ষ থেকে বলা হয়েছে, পবিত্র মাসে বিপুল সংখ্যক ইবাদতকারী আগমন করবেন, ভীড় ও সমাগমের জায়গাগুলোর প্রতি বিশেষ খেয়াল রাখতে হবে। যাতায়াতের জন্য বিশেষ রাস্তাগুলো ব্যবহারের কথা বলা হয়েছে। এতে করে দুর্ভোগে পড়তে হবে না। হারামাইনের পক্ষ থেকে বলা হয়েছে, এই নির্দেশনাগুলো ইবাদত পালনকারীদের সহজতার জন্য দেওয়া হয়েছে। তাই এসব মেনে চলা জরুরি।

পবিত্র মাসে মসজিদে হারাম ও নববির পবিত্রতা রক্ষার্থে আগতদের পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখার আহ্বান জানানো হয়েছে। ইবাদত পালনকারীদের কষ্ট লাঘবে যাতায়াতের রাস্তায় বসতে নিষেধ করা হয়েছে।

এ সম্পর্কিত আরও খবর