পবিত্র রমজানকে স্বাগত জানিয়ে ইফার র‌্যালী

রামাদ্বান কারীম, ইসলাম

নিউজ ডেস্ক, বার্তা২৪.কম | 2025-03-01 16:26:45

পবিত্র মাহে রমজান মাসকে স্বাগত জানিয়ে বর্ণাঢ্য র‍্যালী করেছে ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ।

শনিবার (১ মার্চ) সকাল সাড়ে ৯টায় বায়তুল মোকাররম জাতীয় মসজিদ থেকে র‌্যালীটি বের হয়। ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক আঃ ছালাম খানের নেতৃত্বে বায়তুল মোকাররমের উত্তর গেট থেকে র‌্যালী শুরু হয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে দক্ষিণ গেটে গিয়ে শেষ হয়।

এ সময় মুসল্লিরা ‘নারায়ে তাকবির, আল্লাহু আকবর’, ‘আহলান সাহলান, মাহে রমজান,’ ‘আল কোরআনের আলো, ঘরে ঘরে জ্বালো ‘দিনের বেলা পানাহার, বন্ধ করো-করতে হবে’, ‘রমজানের পবিত্রতা, রক্ষা করো করতে হবে’, ‘অশ্লীলতা বেহায়াপনা, বন্ধ করে করতে হবে’, ‘বদরের হাতিয়ার, গর্জে ওঠো আরেকবার’, ‘বিশ্বের মুসলিম, এক হও লড়াই করো’, ‘দ্রব্যমূল্যের উর্ধগতি, বন্ধ করো করতে হবে’সহ বিভিন্ন স্লোগান দেয়।

এ প্রসঙ্গে ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক জানান, ১৪৪৬ হিজরি সনের আসন্ন মাহে রমজানের পবিত্রতা রক্ষায় জনসচেতনতা সৃষ্টির লক্ষে র‌্যালীর আয়োজন করা হয়েছে। র‌্যালীতে অন্যান্যের মধ্যে ইসলামিক ফাউন্ডেশনের পরিচালক মোহাম্মদ তৌহিদুল আনোয়ার, মোঃ আনিছুর রহমান সরকার, ড. মোহাম্মদ হারুনূর রশীদ, কর্মকর্তা-কর্মচারি, আলেম-উলামা ও ধর্মপ্রাণ মুসল্লিরা উপস্থিত ছিলেন।

এ সম্পর্কিত আরও খবর