ইউক্রেন প্রসঙ্গে নিয়ে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার প্রেসিডেন্টের ফোনালাপের পর নিজেদের প্রতিক্রিয়া জানিয়েছে চীন। যুদ্ধবিরতির লক্ষ্যে নেওয়া সব ধরণের পদক্ষেপকে স্বাগত জানিয়েছে দেশটি।
বুধবার (১৯ মার্চ) দুই রাষ্ট্রপ্রধানের ফোনালাপ নিয়ে কথা বলেন চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং। বার্তা সংস্থা সিনহুয়া, এএফপি ও বাসস এ খবর জানায়।
এর আগে মঙ্গলবার ফোনে কথা বলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সংবাদ মাধ্যম বিবিসি জানায় দুই নেতার দীর্ঘ ৯০ মিনিটের ফোনালাপের সিংহভাগই ছিল যুদ্ধবিরতি প্রসঙ্গ।
চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং বলেছেন, শুরু থেকেই সংলাপ ও আলোচনার মাধ্যমে সংকট সমাধানের পক্ষে কথা বলছে চীন। আমরা যুদ্ধবিরতির সকল প্রচেষ্টাকে স্বাগত জানাই এবং শান্তি অর্জনের জন্য এটিকে একটি প্রয়োজনীয় পদক্ষেপ বলে মনে করি।
২০২২ সালে ইউক্রেনে হামলা শুরু করে রাশিয়া। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পরই যুদ্ধ বন্ধে নানা উদ্যোগ নিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। এর আগে তিনি ও তাঁর প্রশাসন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সাথেও কথা বলেছেন।