মহাকাশ থেকে ফিরলেন আটকে পড়া দুই নভোচারী

, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম |

আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে আটকে পড়া দুই নভোচারী সুনিতা উইলিয়ামস ও বাচ মোর দীর্ঘ ৯ মাস পর মহাকাশ থেকে পৃথিবীতে ফিরে আসছেন। গত বছর মাত্র ৮ দিনের জন্য তারা মহাকাশে গিয়েছিলেন। কিন্তু প্রযুক্তিগত সমস্যার কারণে সেখানে আটকে যান।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, বাংলাদেশ সময় মঙ্গলবার (১৮ মার্চ) সকাল ৯টা ০৫ মিনিটে স্পেসএক্সের মহাকাশযান ড্রাগনটি লক করা হয়। এরপর ক্রুরা ফ্লাইটের পোশাক পরেন এবং নিরাপত্তা পরীক্ষা সম্পন্ন করেন। সকল অপেক্ষার অবসান ঘটিয়ে সকাল ১১টা ০৫ মিনিটের দিকে মহাকাশযানটি আন্তর্জাতিক মহাকাশ স্টেশন থেকে বিচ্ছিন্ন হয়।

জানা গেছে, সবকিছু ঠিকঠাক থাকলে বুধবার বাংলাদেশ সময় রাত ৩টা ৫৭ মিনিটে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার উপকূলবর্তী সমুদ্রে এটি আছড়ে পড়বে। ওই সময় তাদের ওই মহাকাশ থেকে বের করা ও নিরাপত্তা নিশ্চিত করবে একটি উদ্ধারকারী দল। নিরাপদে অবতরণের পর তারা হোস্টনের দিকে যাবেন।

মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা এর আগে তাদের পৃথিবীর দিকে যাত্রা শুরুর তথ্য জানায়। সংস্থাটি আরও জানায়, আন্তর্জাতিক মহাকাশ স্টেশন থেকে পৃথিবীতে অবতরণ করতে তাদের মোট ১৭ ঘণ্টা সময় লাগবে।

সুনিতা ও বাচ মোর ২০২৪ সালের জুন মাসে ক্যাপ কেনাভেরাল থেকে সাধারণ মহাকাশ অভিযানে যান। এরপর তারা আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে গিয়ে পৌঁছান। কিন্তু তাদের যে যানটিতে করে ফেরার কথা ছিল সেটিতে কয়েক ঘণ্টা পরই ত্রুটি ধরা পড়ে। দেখা যায় মহাকাশ যানটি থেকে হিলিয়াম লিক করছে। এছাড়া থ্রাস্টারেও সমস্যা দেখা দেয়। এরপর নাসা তাদের ফেরার অভিযানটি অনির্দিষ্টকালের জন্য স্থগিত করে।

এ সম্পর্কিত আরও খবর