গাজার পাশপাশি সিরিয়ার দক্ষিণাঞ্চলেও বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। এ হামলায় সিরিয়ার দারা শহরের একটি আবাসিক এলাকায় তিনজন নিহত হয়েছে।
সোমবার (১৭ মার্চ) গভীর রাতে এক বিবৃতিতে হামলার এ তথ্য স্বীকার করে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)।
বিবৃতিতে বলা হয়, দক্ষিণ সিরিয়ায় সামরিক স্থাপনা ইসরায়েল রাষ্ট্রের নিরাপত্তার জন্য হুমকি। তাই সেখানকার সেনা কমান্ড সেন্টার এবং অস্ত্র ভাণ্ডার লক্ষ্য করে আক্রমণ চালানো হয়েছে। আইডিএফ এমন কোনো সামরিক স্থাপনা রাখবে না, যা ইসরায়েলের নিরাপত্তার জন্য হুমকি হয়ে উঠতে সক্ষম।
এবিষয়ে সিরিয়ার রাষ্ট্রায়ত্ব বার্তা সংস্থা সানা মঙ্গলবার এক প্রতিবেদনে জানিয়েছে, ইসরায়েলের বিমান হামলায় দক্ষিণ সিরিয়ার দারা শহরে ৩ জন নিহত এবং ১৯ জন আহত হয়েছে। নিহত ও আহতরা সবাই বেসামরিক।
যুক্তরাজ্যভিত্তিক সিরীয় মানবাধিকার সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস মনিটর মঙ্গলবার এক বিবৃতিতে উল্লেখ করেছে, ইসরায়েল বলছে যে দক্ষিণ সিরিয়ায় তারা সাবেক সরকারের সামরিক স্থাপনায় হামলা চালিয়েছে। তবে যেহেতু বাশার আল আসাদ নেতৃত্বাধীন সরকারের পতনের পর থেকে এ স্থাপনাগুলো সিরিয়ার বর্তমান সরকারের অধীনে, তাই সোমবারের হামলা আসলে সিরিয়ার বর্তমান ক্ষমতাসীন সরকারের প্রতি হামলা।
প্রসঙ্গত, চলমান যুদ্ধবিরতির মধ্যেই সোমবার রাতে গাজা উপত্যকাজুড়ে বিমান হামলা চালিয়েছে ইসরায়েলের বিমান বাহিনী। হামলায় নিহত হয়েছেন ২ শতাধিক ফিলিস্তিনি।
হামলা সম্পর্কে জাতিসংঘে নিযুক্ত ইসরায়েলের রাষ্ট্রদূত ড্যানি ড্যানন জানিয়েছেন, জিম্মি হওয়া সবাইকে মুক্তি না দেওয়া পর্যন্ত এই হামলা চলমান থাকবে। এছাড়া এই হামলার পূর্বে ইসরায়েল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে পরামর্শ করেছিল বলে জানিয়েছেন হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লিভিট।