কেনেডি হত্যাকাণ্ডের রহস্য উন্মোচন হতে পারে আজ

, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম |

মার্কিন যুক্তরাষ্ট্রের ৩৫তম প্রেসিডেন্ট জন এফ কেনেডির হত্যাকাণ্ড সম্পর্কিত প্রায় ৮০ হাজার পৃষ্ঠা ফাইল প্রকাশ করবে বলে জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। এই ফাইলে হত্যাকাণ্ড নিয়ে বিশদ বর্ণনা রয়েছে বলেও জানান তিনি।

সোমবার (১৭ মার্চ) কেনেডি সেন্টারে এক বক্তৃতায় এসব কথা বলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার এই ফাইল প্রকাশ করার কথা রয়েছে।

প্রঙ্গত, ১৯৬৩ সালের ২২ নভেম্বর টেক্সাসের ডালাসে গুলি করে হত্যা করা হয় যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জন এফ কেনেডিকে। তবে এখনো এই হত্যার বিষয়টি ধোঁয়াশার মধ্যে রয়েছে। যা উন্মোচনের ঘোষণা দিয়েছেন ট্রাম্প।

ফাইলগুলোর মধ্যে কী আছে তা তিনি দেখেছেন কিনা? সাংবাদিকদের এমন প্রশ্নের উত্তরে ট্রাম্প বলেন, তিনি বিষয়বস্তু সম্পর্কে অবগত। তিনি বলেন, আমি কোনো কিছু সংশোধন করতে যাচ্ছি না। তবে এই ফাইলগুলো খুবই আকর্ষণীয় হতে যাচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।

উল্লেখ্য, প্রেসিডেন্ট হিসেবে কেনেডিকে হত্যার ছয় দশক পার হলেও এ বিষয় জানতে আগ্রহী সর্বস্তরের মানুষ। জানুয়ারিতে আনুষ্ঠানিকভাবে ক্ষমতা গ্রহণের পর কেনেডি হত্যাকাণ্ডের সকল নথি প্রকাশের প্রতিশ্রুতি দিয়েছিলেন ট্রাম্প। পাশাপাশি তিনি নাগরিক অধিকারের নেতা মার্টিন লুথার কিং জুনিয়র এবং সিনেটর রবার্ট কেনেডির হত্যাকাণ্ডের নথি প্রকাশের প্রতিশ্রুতি দিয়েছেন। কেনেডিকে হত্যার পাঁচ বছর পর; অর্থাৎ ১৯৬৮ সালে লুথার কিং এবং সিনেটর রবার্টকে হত্যা করা হয়। তবে এগুলো প্রকাশের জন্য এফবিআইকে আরও সময় দিয়েছেন ট্রাম্প।

ট্রাম্পের নির্দেশে নতুন করে নথির সন্ধানে নামে এফবিআই। এতে তারা প্রায় ২৪০০ নথির সন্ধান পায়। যা এর আগে কখনো প্রকাশ করা হয়নি। এফবিআইয়ের অনুসন্ধানে নতুন করে যেসব নথি তাদের হাতে পৌঁছেছে এগুলো সবই কেনেডি হত্যার সঙ্গে জড়িত।

এদিকে, জন এফ কেনেডির ভাতিজা রবার্ট এফ কেনেডি জুনিয়র অভিযোগ করেছেন যে, তার চাচার মৃত্যুর সঙ্গে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা বাহিনী সরাসরি জড়িত। যদিও এই অভিযোগ ভিত্তিহীন বলে বর্ণনা করেছে তারা। কেনেডি জুনিয়র আরও বলেছেন যে, তিনি বিশ্বাস করেন জন এফ কেনেডির হত্যার পেছনে একাধিক বন্দুকধারী জড়িত। তবে এতদিন ধরে যেসব নথি সম্পর্কে জানা গেছে তার সঙ্গে ওই দাবি সাংঘর্ষিক।

এ সম্পর্কিত আরও খবর