প্রধামন্ত্রী হিসেবে শপথ নিতে যচ্ছেন কানাডার নতুন প্রধানমন্ত্রী মার্ক কার্নি।
শুক্রবার (১৪ মার্চ) দেশটির স্থানীয় সময় সকাল ১১টায় (বাংলাদেশ সময় রাত ৯টা) এই শপথ গ্রহণ অনুষ্ঠান শুরু হবে।
কানাডাভিত্তিক সংবাদ মাধ্যম সিবিসি নিউজ তাদের সরাসরি সম্প্রচারে এই তথ্য জানিয়েছে।
সরাসরি সম্প্রচারে বলা হয়েছে, স্থানীয় সময় সকাল ১১টায় প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিতে যাচ্ছেন মার্ক কার্নি। প্রথমে মার্ক কার্নির শপথ হবে। এরপর তার মন্ত্রীসভার সদস্যরার শপথ নিবেন।
এই শপথ গ্রহণের মধ্য দিয়েই আনুষ্ঠানিকভাবে দায়িত্ব পালন শুরু করবেন তিনি।
প্রধানমন্ত্রী হিসেবে তার নাম ঘোষণা করেন লিবারেল পার্টির প্রেসিডেন্ট সচিত মেহরা। ওই দিন সদস্যদের ভোটে লিবারেল পার্টির নতুন নেতা বাছাই হয়। এতে মার্ক কার্নি ১ লাখ ৩১ হাজার ৬৭৪ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ক্রিস্টিনা ফ্রিল্যান্ড পেয়েছেন ১১ হাজার ১৩৪ ভোট। কানাডার রাজনৈতিক ব্যবস্থায় হাউস অব কমন্সের সবচেয়ে বড় দল হিসেবে যিনি লিবারেল পার্টির প্রধান হবেন, দেশটির প্রধানমন্ত্রীও হন তিনি।
৫৯ বছর বয়সী কার্নি হার্ভার্ড এবং অক্সফোর্ডের স্নাতক। তিনি ১৯৮৮ সালে হার্ভার্ড বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতক ডিগ্রি অর্জন করেন। পরে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতকোত্তর এবং ডক্টরেট উভয়ই ডিগ্রি অর্জন করেন।
কার্নি হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের আইস হকি দলে গোলরক্ষক হিসেবে খেলেছিলেন। রিডার্স ডাইজেস্ট কানাডায় প্রকাশিত ২০১১ সালে কার্নির একটি প্রোফাইলের তথ্য বলছে, তিনি ইংরেজি সাহিত্য এবং গণিত অধ্যয়ন করতে চেয়েছিলেন কিন্তু কানাডিয়ান-আমেরিকান অর্থনীতিবিদ জন কেনেথ গ্যালব্রেথের বক্তৃতা শুনে অর্থনীতিতে তার গভীর আগ্রহ তৈরি হয়।