ছিনিয়ে নেওয়া হলো সবচেয়ে বয়স্ক কুকুরের খেতাব

ইউরোপ, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক বার্তা২৪.কম | 2024-02-23 20:56:47

ছিনিয়ে নেওয়া হলো সবচেয়ে বয়স্ক কুকুরের খেতাব

গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের (জিডব্লিউআর) বিশ্বের সবচেয়ে বয়স্ক কুকুর হিসাবে খেতাব জয় করা পর্তুগিজ মাস্টিফ কুকুর ববির খেতাব ছিনিয়ে নেওয়া হয়েছে বলে জানিয়েছে পিপলস ম্যাগাজিন।

কুকুরটিকে গত বছরের ফেব্রুয়ারিতে ওই খেতাব দেওয়া হয়েছিল। কিন্তু, ববির বয়সের প্রমাণের জন্য জিডব্লিউআর দ্বারা তদন্তের পরে ওই খেতাব কেড়ে নেওয়া হয় বলে জানিয়েছে এনডিটিভি। খেতাব দেওয়ার সময় কুকুরটির বয়স ৩১ বছর এবং ১৬৫ দিন বলা হয়েছিল।

আট মাস পরে ২০২৩ সালের অক্টোবরে কুকুরটি মারা যায়। কুকুরের জন্ম পর্তুগিজ সরকার দ্বারা প্রত্যয়িত করা হয়েছিল।

মানুষের সঙ্গে তুলনা করলে, ববি যে বয়সে মারা গেছে, তা ২০০ মানব বছরের সমান। 

কিন্তু, পশু চিকিৎসক এবং অন্য কিছু লোক দাবি করার পর তদন্ত শুরু করে জিডব্লিউআর।

একটি বিবৃতিতে জিডব্লিউআরের পরিচালক মার্ক ম্যাককিনলে শিরোনাম ছিনিয়ে নেওয়ার ঘোষণা দিয়েছেন।

ম্যাককিনলে ওই বিবৃতিতে বলেছেন, ‘কুকুরের মাইক্রোচিপ ডেটা বিশ্লেষণ এবং পশু চিকিৎসকদের সঙ্গে পরীক্ষা করার পরে জিডব্লিউআরের কাছে কোনও চূড়ান্ত প্রমাণ নেই, যা নিশ্চিতভাবে ববির জন্মতারিখ প্রমাণ করতে পারে।’

বিবৃতিতে আরও বলা হয়, ‘উপলব্ধ কোনও চূড়ান্ত প্রমাণ ছাড়া আমরা ববিকে রেকর্ড ধারক হিসাবে ধরে রাখতে পারি না।’

ববির মালিককে জানানো হয়েছে যে, তাদের প্রয়াত পোষা প্রাণীটির সবচেয়ে বয়স্ক কুকুরের খেতাব আর নেই।

এ সম্পর্কিত আরও খবর

right arrow