‘আন্তর্জাতিক সম্পর্ক’ নিয়ে ডিরেক্টরস গিল্ডকে নির্মাতা জীবনের খোলা চিঠি

ছোটপর্দা, বিনোদন

বিনোদন ডেস্ক, বার্তা২৪.কম | 2025-03-01 19:47:32

সদ্যই অনুষ্ঠিত হয়ে গেলো ছোটপর্দার পরিচালকদের সংগঠন ‘ডিরেক্টরস গিল্ড বাংলাদেশ’-এর নতুন মেয়াদের নির্বাচন। তাতে সভাপতি নির্বাচিত হয়েছেন প্রখ্যাত অভিনেতা ও নির্মাতা শহীদুজ্জামান সেলিম। সাধারণ সম্পাদক হয়েছেন ফরিদুল হাসান। এই নির্বাচনে সদস্য পদে অংশ নিয়েছিলেন তরুণ নির্মাতা জীবন শাহাদাৎ।

একেবারেই ঘরোয়া পরিবেশে গত ২৮ ফেব্রুয়ারি হয়ে গেলো ডিরেক্টরস গিল্ড বাংলাদেশের নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠান। আর সেখানেই নবনির্বাচিত কমিটির কাছে এক খোলা চিঠি দিলেন নির্মাতা জীবন শাহাদাৎ। সেই চিঠির বিষয়বস্তু দেখে সভাপতি-সাধারণ সম্পাদকসহ অনেকেই জীবনের প্রস্তাবনার প্রশংসা করেন।

সংগঠনটির সভাপতি ও সাধারণ সম্পাদক বরাবর জীবন সেই খোলা চিঠিতে লেখেন, ‘আপনাদের এবং নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। ডিরেক্টরস গিল্ড বাংলাদেশ-এর নেতৃত্বে নতুন অধ্যায় শুরু হওয়ায় আমরা আশাবাদী যে সংগঠনটি বাংলাদেশের টেলিভিশন ও অনলাইন প্ল্যাটফর্মে পরিচালকদের স্বার্থ সংরক্ষণ এবং সৃজনশীলতা বিকাশে আরও কার্যকর ভূমিকা রাখবে।’

‘ডিরেক্টরস গিল্ড বাংলাদেশ’-এর নবনির্বাচিত কমিটির সদস্যদের সঙ্গে জীবন

এরপরই তিনি নিজের বিষয়বস্তুতে আসেন জীবন। তিনি লেখেন, ‘বাংলাদেশের টেলিভিশন ও ডিজিটাল কনটেন্ট ইন্ডাস্ট্রির অগ্রগতির জন্য আন্তর্জাতিক পর্যায়ে যোগাযোগ ও পারস্পরিক সহযোগিতা অপরিহার্য। তাই, আপনাদের প্রতি অনুরোধ জানাই যে, বিশ্বের অন্যান্য দেশের ডিরেক্টরস গিল্ড ও প্রাসঙ্গিক সংগঠনগুলোর সঙ্গে সম্পর্ক স্থাপনের উদ্যোগ গ্রহণ করবেন।’

আন্তর্জাতিক অঙ্গনের সঙ্গে সম্পর্ক স্থাপনের ব্যাপারে তিনি উল্লেখ করেন, ‘বিশ্বব্যাপী টেলিভিশন, চলচ্চিত্র ও মিডিয়া ইন্ডাস্ট্রির সংগঠনগুলোর সঙ্গে নেটওয়ার্কিং বৃদ্ধি পেলে আমাদের পরিচালকদের জন্য নতুন নতুন সুযোগ সৃষ্টি হবে। যৌথ প্রযোজনা, আন্তর্জাতিক ওয়ার্কশপ, প্রশিক্ষণ, উৎসবসহ নানা ধরনের কার্যক্রমে বাংলাদেশি পরিচালকদের অংশগ্রহণ নিশ্চিত করার লক্ষ্যে ডিরেক্টরস গিল্ড বাংলাদেশ সক্রিয় ভূমিকা রাখবে বলে প্রত্যাশা করি।’

এরপর ডিরেক্টরস গিল্ড বাংলাদেশের কমিটিতে ‘আন্তর্জাতিক সম্পর্ক স্থাপনে একটি উপকমিটি গঠন ও ‘আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক’-এর পদ সৃষ্টির ব্যাপারে দৃষ্টিআরোপ করেন। জীবন লেখেন, ‘আন্তর্জাতিক সম্পর্ক স্থাপনে একটি উপকমিটি গঠন প্রসঙ্গে দৃষ্টি আকর্ষণ করছি। একইসঙ্গে এর গুরুত্ব বিবেচনা করে গঠনতন্ত্র সংশোধনক্রমে আগামী কার্যনির্বাহী পরিষদ নির্বাচনে ‘আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক’ পদ সৃষ্টি করার বিষয়টি আপনাদের দৃষ্টিতে বিবেচনার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। সংগঠনের সাফল্য ও অগ্রগতি কামনা করছি।’

জীবন শাহাদাতের খোলা চিঠি সানন্দে গ্রহণ করে ‘ডিরেক্টরস গিল্ড বাংলাদেশ’-এর নবনির্বাচিত কমিটি

এ সম্পর্কিত আরও খবর