অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন ছোটপর্দার সুপারস্টার মেহজাবীন চৌধুরী ও মেধাবী পরিচালক ও প্রযোজক আদনান আল রাজীব। তাদের এক যুগের প্রেম পূর্ণতা পাচ্ছে এবার। গতকাল রবিবার ঢাকার অদূরে একটি রিসোর্টে তাদের গায়েহলুদ অনুষ্ঠানের আয়োজন করা হয়। আর আজ হয়ে গেলো বিয়ে।
বিয়ের পর পরই নিজের বিয়ের ছবি সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করেছেন মেহজাবীন। বিয়ের দিনে সাদা লেহেঙ্গায় মেহজাবীনকে যেন স্বর্গ থেকে নেমে আসা পরীর মতো দেখাচ্ছে। কম যান না কফি কালারের সেরওয়ানিতে বর রাজীবও।
বিয়ের ছবি শেয়ার করে আবেগঘন ফেসবুক পোস্টে মেহজাবীন লিখেছেন, ‘২০১২ সালের ৯ এপ্রিল আদনান আল রাজীবের সঙ্গে সাক্ষাৎ ঘটেছিল। ১৩ বছর পর সম্পর্কটা বিয়েতে গড়াল।’
তিনি আরও লিখেছেন, ‘বাঁকা দাঁত এবং একটি সুন্দর হাসিওয়ালা একটি ছেলে আমার সাথে দেখা করতে এসেছিল। আমি যখন একটি শুটিং হাউসের বারান্দায় দাঁড়িয়েছিলাম তখন তিনি রাস্তা থেকে আমার দিকে হাত নেড়েছিলেন। আমরা মাত্র ১৫ মিনিটের জন্য কথা বলেছিলাম, করমর্দন করেছিলাম এবং তিনি চলে যাওয়ার সাথে সাথে আমি অনুভব করেছি যে আমার হৃদয়ের একটি টুকরো তার সাথে চলে গেছে। ১৩ বছর পরে, আমরা এখানে, একসাথে বেড়ে উঠছি, প্রতিটি সাফল্য উদযাপন করছি এবং প্রতিটি সংগ্রামকে অতিক্রম করছি। কথায় আছে, সাত বছরের বন্ধুত্ব সারাজীবন স্থায়ী হয়, আমরা এটি প্রায় দ্বিগুণ করেছি।’
মেহজাবীন শেষে লিখেছেন, ‘গত ১৪ ফেব্রুয়ারী ২০২৫-এ আমরা আমাদের বন্ধন চিরতরে বন্ধ করে দিয়েছি, এই যাত্রা হাতে হাতে চলার প্রতিশ্রুতি দিয়ে। আদনান আল রাজীব, আমি তোমাকে আমার জীবনের সেরা বন্ধু হিসেবে বেছে নিয়েছি। আমরা এই নতুন অধ্যায় শুরু করার সাথে সাথে, আমরা আজীবন সুখ এবং একত্রিত হওয়ার জন্য আপনার ভালবাসা এবং প্রার্থনা চাই।’
মেহজাবীন গায়েহলুদে পরেছিলেন বেগুনী রঙের লেহেঙ্গা আর আদনান পরেছেন কালো পাঞ্জাবি-পায়জামা। গায়েহলুদ ও বিয়ের অনুষ্ঠানের আয়োজনে সব মিলিয়ে আড়াই শ অতিথি আমন্ত্রিত ছিলেন।
মেহজাবীন ও আদনানের ঘনিষ্ঠজনদের মধ্যে এই আয়োজনে গেছেন নির্মাতা রেদওয়ান রনি, নুসরাত ইমরোজ তিশা, সিয়াম আহমেদ, সাবিলা নূর, এলিটা করিম, আশফাক নিপুণ, সাদিয়া আয়মান, রায়হান রাফী, তমা মির্জা, নঈম ইমতিয়াজ নেয়ামূল, মোস্তফা কামাল রাজ, জেফার রহমান প্রমুখ।
মেহজাবীন নিজেই তার সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের বিয়ের ছবি পোস্ট করবেন বলে বিয়ের একটি ছবিও অন্য কাউকে সোশ্যাল মিডিয়ায় প্রকাশ হতে দেননি তারা।
বাংলা নাটকের জনপ্রিয় মুখ মেহজাবীন চেীধুরী বিয়ে করছেন। দীর্ঘদিন ধারে পরিচালক আদনান আল রাজীবের সঙ্গে তার যে প্রেমের গুঞ্জন ছিল, অবশেষে তাই সত্য হওয়ার প্রমাণ মিললো। দীর্ঘদিনের কর্মসঙ্গী এবং বন্ধু আদনানের সঙ্গে গাঁটছড়া বাঁধছেন লাক্স তারকা মেহজাবীন ।
বেশ কয়েক বছর ধরে আদনান প্রযোজিত ও পরিচালিত নাটক, বিজ্ঞাপনচিত্র এবং সিনেমায় একটানা অভিনয় করেছেন এ সময়ের জনপ্রিয় এই তারকা। কেবল গ্ল্যামার দুনিয়ায় নয়, নেটিজেনদেরও নজর এড়ায়নি তাদের গভীর বন্ধুত্ব। সময়-অসময়ে কাজের বাইরে দেশে এবং দেশের বাইরে তাদের সময় কাটাতে দেখা গেছে। তবে, প্রেমের সম্পর্ক নিয়ে কখনোই দুজনের কেউই প্রকাশ্যে সেভাবে কথা বলতে চাননি। বারবারই মুচকি হাসি দিয়ে এড়িয়ে গেছেন।
এদিকে গত বছরের মাঝামাঝি একটি টেলিভিশন সাক্ষাৎকারে রাজীব তাঁর জীবনের সেরা পার্ট বলে উল্লেখ করেন মেহজাবীনকে। সেদিন রাজীব বলেছিলেন, ‘তাকে (মেহজাবীন) আমি যতটা জানতে পেরেছি তাতে মনে হয়, এর চেয়ে ভালো সাপোর্টিভ কেউ হতে পারত না। তার চেয়ে ভালো কারও সঙ্গে পরিচয়ও হতে পারত না।’
এদিকে মেহজাবীন ও রাজীবের বিয়ের খবর ছড়িয়ে পড়ার পর বিনোদন অঙ্গনে তাঁদের সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা বেশ খুশি। তাঁদের মতে, সুন্দর মনের দুজন মানুষ একসঙ্গে জীবন শুরু করছেন, এর চেয়ে আনন্দের খবর তো আর হতে পারে না। তাঁদের জন্য দোয়া ও শুভকামনা।
ছোট পর্দার অভিনয়শিল্পী মেহজাবীন অভিনীত ‘প্রিয় মালতী’ গত বছরের শেষ দিকে দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পায়। এই ছবিতে তাঁর অভিনয় প্রশংসিত হয়। মেহজাবীন অভিনীত ছবিটির প্রযোজক ছিলেন আদনান আল রাজীব।