‘বাংলাদেশ ইনস্টিটিউট অব ফিল্ম অ্যান্ড আর্টস (বাইফা)’ গত তিন বছর ধরে আয়োজন করে আসছে বাইফা অ্যাওয়ার্ড। অতি অল্প সময়েই ‘নতুন ধরা প্রেজেন্টস বাইফা’ সর্বমহলের আস্থা অর্জন করেছে। দেশের অন্যতম বৃহৎ আয়োজনে অ্যাওয়ার্ড শোটি হয়ে থাকে, সেই সঙ্গে স্বচ্ছতার জন্যই দারুণ গ্রহণযোগ্যতা পেয়েছে বাইফা অ্যাওয়ার্ড।
দেশে এখন এতো অ্যাওয়ার্ড শো’র ছড়াছড়ি, কিন্তু হাতে গোনা দু-একটি আয়োজন ছাড়া কোথায়ও সুষ্ঠু ভোটিং সিস্টেম ও জুরি বোর্ডের কার্যক্রম চোখে পড়ে না। কিন্তু বাইফা গত বছর থেকে এই বিষয়গুলো সবচেয়ে গুরুত্ব দিয়ে করেছে।
দেশের অন্যতম রিয়েল স্টেট কোম্পানি ‘নতুন ধরা’ ও ‘বাইফা’র পর টানা তিন বছরের সাফল্যের ধারাবাহিকতায় এবার আসছে চতুর্থ আসর।
গত ৬ ফেব্রুয়ারি রাজধানীর পাঁচ তারকা হোটেল ওয়েস্টিনে এক ঘরোয়া মিটিংয়ের মাধ্যমে বাইফার চতুর্থ সিজনের তারিখ ও ভেন্যু ঘোষণা করা হয়। এ সময় উপস্থিত ছিলেন বাইফার চেয়ারম্যান মেরিনা আকতার, প্রধান উপদেষ্টা ড. সাদী উজ জামান, ফাউন্ডার ও সিইও শাহরিয়ার স্বপন, পরিচলনা পর্ষদের সদস্য নাইনা সেতু, অন্তু করিম, ইভান শাহরিয়ার সোহাগ, মাসিদ রণ, আলভী রায়হান সীমান্ত, আকিব মাহমুদ শুভ, তানবির লিমন, উপদেষ্টা রাজু আলিম ও বাইফার ব্র্যান্ড অ্যাম্বাসেডর বারিষ হক।
সবার সম্মতিক্রমে সিদ্ধান্ত হয়, বাইফার আগের দুটি সিজনের মতো এবারও ঢাকার চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের হল অব ফেমে আসছে ১৬ মে অনুষ্ঠিত হবে এই জমকালো আয়োজন। এবারের বাইফা যাতে আরও বেশি চমকপ্রদ, আকর্ষনীয়, সমৃদ্ধ ও মানসম্মত হয় সে বিষয়েও বেশকিছু সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
আয়োজন শাহরিয়ার স্বপন বার্তা২৪.কমকে বলেন, ‘বাইফার আগের সকল রেকর্ড ভেঙে আরও ভালোকিছু উপহার দিতে চাই, যেন শিল্পী কলাকুশলী থেকে শুরু করে দর্শকের মনে জায়গা করে রাখে অনুষ্ঠানটি।’
জানা গেছে, এবার ২০২৪-এর ঈদুল ফিতর থেকে শুরু করে ২০২৫-এর ঈদুল ফিতরে মুক্তি পাওয়া সিনেমা, নাটক, ওটিটি কনটেন্ট, গান ও নাচের সেরা শিল্পী-নির্মাতাদের দর্শক ভোটে ও জুরি বোর্ডের রায়ে পুরস্কৃত করা হবে। আজীবন সম্মাননা পাবেন দেশের একজন কিংবদন্তী শিল্পী।
তারকা উপস্থাপক, জনপ্রিয় তারকাদের নাচ-গানের পরিবেশনা, হাস্যরসাত্মক পরিবেশনা, অত্যাধুনিক আইডিয়াসমৃদ্ধ রেড কার্পেট- সব মিলিয়ে এবারের বাইফা হবে জমজমাট।