ঈদেও খোলা থাকবে জবির একমাত্র ছাত্রী হল

, ক্যাম্পাস

জবি করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম |

স্বাধীনতা ও জাতীয় দিবস, শব-ই-কদর, জুমাতুল বিদা ও পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষ্যে ১৬ দিনের ছুটি ঘোষণা করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) প্রশাসন। কিন্তু এ সকল ছুটির মধ্যেও খোলা থাকবে বিশ্ববিদ্যালয়ের একমাত্র ছাত্রী হল এবং চালু থাকবে জরুরী সেবা।

বৃহস্পতিবার (২০ মার্চ) থেকে ১৬ দিনের ছুটিতে যাচ্ছেন শিক্ষার্থীরা ক্যাম্পাসে অবস্থানরত ও অন্য ধর্মের শিক্ষার্থীদের সুবিধার কথা বিবেচনা করে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

২২ মার্চ শুক্র ও শনিবার এবং ৪ ও ৫ এপ্রিল শুক্র ও শনিবার হওয়ায় বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম বন্ধ থাকবে। এ হিসাবে মোট ১৬ দিনের ছুটিতে যাচ্ছে বিশ্ববিদ্যালয়টি।

এ সময় বিশ্ববিদ্যালয়ের জরুরি পরিসেবা (বিদ্যুৎ, পানি, গ্যাস, টেলিফোন, ইন্টারনেট, নিরাপত্তা ও পরিষ্কার-পরিচ্ছন্নতা ইত্যাদি) চালু থাকবে।

হল প্রভোস্ট অধ্যাপক ড. আঞ্জুমান আরা বলেন, ঈদের ছুটিতে হল খোলা থাকবে,বন্ধ হবে না। হল খোলা থাকার ব্যাপারে কোনো নিয়মনীতি নেই। হল খোলাই থাকে, তাতে কোনো সমস্যা নাই।

তিনি আরও বলেন, আমাদের দেখতে হবে ইদে কতজন ছাত্রী হলে অবস্থান করছে কারণ এই ওদের নিরাপত্তার একটা ব্যাপার আছে। সর্বোপরি ছাত্রীরা ছুটিতে হলে অবস্থান করতে পারবে

এ সম্পর্কিত আরও খবর