চবির ‘বি’ ইউনিটে ভর্তি পরীক্ষায় উপস্থিতি ৮৬ শতাংশ

, ক্যাম্পাস

চবি করেস্পন্ডেন্ট বার্তা২৪.কম | 2025-03-08 19:59:06

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের কলা ও মানববিদ্যা অনুষদ অন্তর্ভুক্ত ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে। এতে মোট আবেদনকারীর ৮৬.২৯ শতাংশ শিক্ষার্থী অংশ নিয়েছেন।

শনিবার (৮ মার্চ) দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত একযোগে দেশের তিনটি বিভাগীয় শহর ঢাকা, চট্টগ্রাম ও রাজশাহীতে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, চবির ‘বি’ ইউনিটের আসন সংখ্যা ১২২১ টি। এ বছর ‘বি’ ইউনিটে আবেদন করেছিলেন মোট ৭৩ হাজার ১৭১ জন। পক্ষান্তরে পরীক্ষায় অংশগ্রহণ করেছেন ৬১ হাজার ৬৫৯ জন। এতে আসনপ্রতি লড়েছেন ৫০ জন শিক্ষার্থী।

কলা ও মানববিদ্যা অনুষদের ডিন অধ্যাপক ড. মো. ইকবাল শাহীন খান বলেন, গতবছরের মতো এবারেও চবিসহ ঢাকা ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। কোন ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই প্রতিটি কেন্দ্রে পরীক্ষার্থীরা সুশৃঙ্খলভাবে পরীক্ষা দিয়েছেন। পরীক্ষায় উপস্থিতির সংখ্যাও সন্তোষজনক ছিল। এবার উপস্থিতির হার ৮৬.২৯ শতাংশ। এর মধ্যে শুধু চবি কেন্দ্রে পরীক্ষা দিয়েছেন ১৯ হাজার ২৮১জন শিক্ষার্থী।

এ সম্পর্কিত আরও খবর