তৃতীয় ধাপে পাঁচ ফেডারেশনে অ্যাডহক কমিটি গঠন

  • স্পোর্টস রিপোর্টার, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

জুলাই বিপ্লবের পর পরিবর্তনের হাওয়া লেগেছে দেশের সর্বস্তরেই। বাদ যায়নি দেশের ক্রীড়াঙ্গনও। ক্রীড়াঙ্গনে সংস্কারের অংশ হিসেবে গত ১৫ নভেম্বর ৯ ফেডারেশনে অ্যাডহক কমিটি গঠন করা হয়েছিল। এরপর দ্বিতীয় দফায় ২৮ জানুয়ারি সাঁতার, ভলিবলসহ আরও ৭ ফেডারেশনে অ্যাডহক কমিটি ঘোষণা করা হয়।

এবার তৃতীয় দফায় অ্যাডহক কমিটি করা হয়েছে আরও ৫ ফেডারেশনে। আর তাতেই অবসান ঘটেছে আসাদুজ্জামান কোহিনুর ও মৌসুম আলীদের মত পুরোনো সংগঠকদের অধ্যায়ের।

বিজ্ঞাপন

তিন দশকের বেশি সময় ধরে বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন কোহিনুর। ১৯৯১ সালে এই চেয়ারে বসেছিলেন তিনি। আজকের প্রকাশিত কমিটির মাধ্যমে তার এই দীর্ঘদিনের সাধারণ সম্পাদক পদের অধ্যায়ের সমাপ্তি হয়েছে। তার পদে স্থলাভিষিক্ত বর্তমান কমিটির যুগ্ম সম্পাদক সালাহউদ্দিন আহমেদ। সভাপতি করা হয়েছে এনএসআইয়ের মহাপরিচালক মেজর জেনারেল সারোয়ার ফরিদকে।

দীর্ঘ ১৮ বছর বাংলাদেশ রাগবি ফেডারেশনের সাধারণ সম্পাদক ছিলেন মৌসুম আলী। তাঁর হাত ধরেই ২০০৪ সালে দেশে রাগবির পথচলা শুরু হয়। ২০০৬ সালে এই ফেডারেশনের সভাপতির দায়িত্ব পান খন্দকার জামিল উদ্দিন, সাধারণ সম্পাদক হন মৌসুম আলী। তার পদে এসেছেন আখতার জামান।

বিজ্ঞাপন

বদল এসেছে সাইক্লিং ফেডারেশনেও সাধারণ সম্পাদক পদেও। তাহের উল আলম চৌধুরি স্বপনের জায়গায় এই পদে জায়গা করে স্থলাভিষিক্ত হয়েছেন আবু হেনা মস্তফা কামাল। জুডো ফেডারেশনের সাধারণ সম্পাদক হয়েছেন সৈয়দ জান্নাত আরা। রেসলিংয়ে সভাপতি ব্রিগেডিয়ার জেনারেল ফকরুদ্দিন এবং সাধারণ সম্পাদক মাহবুবুল আমিন।