ফাহমিদুলকে ইস্যুতে তাবিথ আউয়ালের সঙ্গে বৈঠকে বসবেন ক্রীড়া উপদেষ্টা

  • স্পোর্টস রিপোর্টার, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

সংগৃহীত

সংগৃহীত

জাতীয় দলের হয়ে খেলার স্বপ্ন দেখেছিলেন প্রবাসী ফুটবলার ফাহমিদুল ইসলাম। তবে অনুশীলন ক্যাম্প থেকে বাদ পড়েছেন তিনি। তাকে বাদ দেওয়ায় বেশ সমালোচনার মুখে পড়তে হচ্ছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) ও জাতীয় দলের প্রধান কোচ হ্যাভিয়ের কাবরেরাকে। এ বিষয়টি নজরে আসায় বাফুফে সভাপতির সঙ্গে এ বিষয়ে মিটিং করার কথা জানিয়েছেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইঁয়া।

বিজ্ঞাপন

ভারতের বিপক্ষে ম্যাচকে সামনে রেখে সৌদিতে অনুশীলন ক্যাম্প করে বাংলাদেশ দল। সেখানে গত ৭ মার্চ দলের ক্যাম্পে যোগ দেন ইতালির সিরি’য়ে র চতুর্থ ডিভিশনে খেলা বাংলাদেশি ফুটবলার ফাহমিদুল হক। অনুশীলন ম্যাচে পায়ের জাদুতে মুগ্ধ করে দিয়ে ৩টি গোল করেন তিনি। তবে গতকাল মঙ্গলবার বাংলাদেশ দল দেশে ফিরলে জানা যায় দলের সঙ্গে আসে নি ১৮ বছর বয়সী এই ফুটবলার। পরে জানা যায় কোচ তার খেলার উপর সন্তুষ্ট না থাকায় দলে জায়গা হয়নি তার।

এ বিষয়টা জানাজানি হলে গতকাল সারাদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনার ঝড় বয়ে যায় বাফুফেকে নিয়ে। আর বিকেল নাগাদ তা বিক্ষোভে রূপ নেয়। একপর্যায়ে দেশের ফুটবল ভক্তরা বাফুফে ভবনের সামনে গিয়ে বিক্ষোভ মিছিল করে। আর সেই মিছিলের বিষয়টি দৃষ্টিগোচর হয়েছে অন্তবর্তীকালীন সরকারের ক্রীড়া উপদেষ্টার।

বিজ্ঞাপন

এ বিষয়ে উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়াঁ অফিসিয়াল ফেসবুক অ্যাকাউন্টের এক পোস্টে লিখেন,‘ ইতালির সিরি ‘ডি’তে খেলা প্রবাসী বাংলাদেশি ফুটবলার ফাহমিদুল ইসলাম ভারত ম্যাচের প্রাথমিক দলে ডাক পেয়েছিলেন। সৌদি আরবের ক্যাম্পে যোগ দিয়ে মূল দলে না রাখায় ইতালি ফিরে গেছেন। তাঁর বাদ পড়াকে কেন্দ্র করে সমর্থকদের এক বিশাল অংশের আনিত অভিযোগের ভিত্তিতে (আজ) বুধবার বাফুফে সভাপতির সঙ্গে আলোচনায় বসবেন ক্রীড়া উপদেষ্টা।’

তবে এ ব্যাপারে বিস্তারিত জানা যায় নি। কয়টা নাগাদ মিটিং হবে সে বিষয়টাও উল্লেখ করা হয় নি সেখানে।