‘গণতান্ত্রিক ছাত্রসংসদ’ এর ঢাবি শাখার নেতৃত্বে কাদের-মহির

  • স্টাফ করেস্পন্ডেন্ট, বার্তা ২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে বেরিয়ে ‘বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদ’ নামে নতুন ছাত্রসংগঠনের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা কমিটির আহ্বায়ক পদে আব্দুল কাদের ও সদস্য সচিব পদে মহির আলম দায়িত্ব পেয়েছে

বুধবার (২৬ ফেব্রুয়ারি) বিকেলে মধুর ক্যান্টিন প্রাঙ্গণে এই কমিটি প্রকাশ করা হয়।

বিজ্ঞাপন

এছাড়া, সিনিয়র যুগ্ম আহ্বায়ক লিমন মাহমুদ হাসান, সিনিয়র যুগ্ম সদস্য সচিব আল আমিন সরকার, মুখ্য সংগঠক হাসিব আল ইসলাম এবং মুখপাত্র হিসেবে রাফিয়া রেহনুমা হৃদি দায়িত্ব পেয়েছেন।

অপরদিকে, কেন্দ্রীয় কমিটিতে আবু বাকের মজুমদার আহ্বায়ক, তৌহিদ মোহাম্মদ সিয়াম সিনিয়র যুগ্ম আহ্বায়ক, জাহিদ আহসান সদস্য সচিব, রিফাত রশীদ সিনিয়র সদস্য সচিব, আশরেফা খাতুন মুখপাত্র ও তাহমিদ আল মুদ্দাসির চৌধুরী মুখ্য সংগঠকের দায়িত্ব পেয়েছেন।

বিজ্ঞাপন