বগুড়ায় করোনা থেকে আরও ৯২ জন সুস্থ, নতুন আক্রান্ত ৫৭

  বাংলাদেশে করোনাভাইরাস
  • Mansura chamily
  • |
  • Font increase
  • Font Decrease

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

বগুড়ায় একদিনে আরও ৯২ জন করোনা রোগী সুস্থ হয়েছেন। এ সময়ে নতুন করে আক্রান্ত হয়েছেন ৫৭ জন। মারা গেছেন একজন। আক্রান্তদের মধ্যে পুরুষ ৩৮ জন, নারী ১৬ জন এবং শিশু ৩ জন।

শুক্রবার (১০ জুলাই) বগুড়ার ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান তুহিন এ তথ্য নিশ্চিত করেছেন।

বিজ্ঞাপন

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজে ১৮৮টি নমুনা পরীক্ষার ফলাফলে ২২ জন পজিটিভ এবং টিএমএসএস মেডিকেল কলেজে ৮৮টি নমুনা পরীক্ষার ফলাফলে ৩৫ জন পজিটিভ হয়েছেন।

উপজেলা ভিত্তিক আক্রান্ত: বগুড়া সদরে ৩৫ জন, শেরপুরে ৮ জন, শাজাহানপুরে ৫ জন, শিবগঞ্জে ৩ জন, কাহালুতে ২ জন এবং আদমদীঘি, দুপচাঁচিয়া, সোনাতলা ও সারিয়াকান্দিতে একজন করে করোনায় আক্রান্ত হয়েছেন।

বিজ্ঞাপন

এই নিয়ে বগুড়ায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৩৬০৮ জন, এখন পর্যন্ত সুস্থ হয়েছেন এক হাজার ৬১৭ জন, মারা গেছেন ৬৬ জন। চিকিৎসাধীন রয়েছেন ১৯২৫ জন।