লক্ষ্মীপুরের সিভিল সার্জন করোনায় আক্রান্ত

  বাংলাদেশে করোনাভাইরাস
  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, লক্ষ্মীপুর
  • |
  • Font increase
  • Font Decrease

আব্দুল গফফার

আব্দুল গফফার

লক্ষ্মীপুর জেলা সিভিল সার্জন আব্দুল গফফার করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

সোমবার (২২ জুন) রাত ১০টার দিকে সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) আনোয়ার হোসেন এ খবর নিশ্চিত করেন।

বিজ্ঞাপন

তিনি জানান, সিভিল সার্জন আবদুল গফফার গত তিনদিন অসুস্থ ছিলেন৷ তাকে ঢাকার আনোয়ার খাঁন মর্ডান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে ডাক্তারি পরীক্ষায় তার করোনা পজেটিভ আসে। ওই হাসপাতালে আইসোলেশন ওয়ার্ডে ভর্তি রেখে তাকে চিকিৎসা দেওয়া হচ্ছে।

জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্র জানায়, জেলায় এ পর্যন্ত ৪ হাজার ৯১২ জনের করোনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে চিকিৎসক, সাংবাদিক ও জনপ্রতিনিধিসহ ৬০৮ জনের করোনা পজিটিভ এসেছে। এ পর্যন্ত ২৭৬ সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

বিজ্ঞাপন

আক্রান্তদের মধ্যে ২ জন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এছাড়া ১১ জন মৃত ব্যক্তির নমুনায় করোনা শনাক্ত হয়েছে। আক্রান্ত ৩১৯ জন হাসপাতাল ও হোম আইসোলেশনে চিকিৎসাধীন রয়েছেন।