রংপুরে আরও ১৩ জনের করোনা শনাক্ত

  বাংলাদেশে করোনাভাইরাস
  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, রংপুর
  • |
  • Font increase
  • Font Decrease

রংপুর মেডিকেল কলেজ

রংপুর মেডিকেল কলেজ

রংপুর মেডিকেল কলেজের (রমেক) পিসিআর ল্যাবে গত ২৪ ঘণ্টায় ১৮৮টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এতে রংপুর, লালমনিরহাট ও কুড়িগ্রাম জেলার ১৩ জনের করোনা শনাক্ত হয়েছে।

করোনা আক্রান্তদের মধ্যে পুলিশ সদস্য, ব্যাংকারসহ বিভিন্ন বয়সী নারী-পুরুষ রয়েছেন।

বিজ্ঞাপন

রংপুরে নতুন আক্রান্তদের মধ্যে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) এক সদস্য, পুলিশ ট্রেনিং সেন্টারের দুই পুলিশ সদস্য, রংপুর সিটি করপোরেশনে কর্মরত একজন, মাহিগঞ্জ বাজার এলাকার দুইজনসহ নগরীর পর্যটন সাতগাড়ার একজন এবং গঙ্গাচড়া, মিঠাপুকুর ও কাউনিয়ার উপজেলার একজন করে রয়েছেন।

এছাড়া লালমনিরহাটের পাটগ্রাম সোনালী ব্যাংকে কর্মরত দুই জন, কুড়িগ্রাম পুলিশ লাইন্সের এক পুলিশ সদস্য করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন।

বিজ্ঞাপন

সোমবার (২২ জুন) বিকেলে এসব তথ্য নিশ্চিত করেন রংপুর মেডিকেল কলেজের (রমেক) অধ্যক্ষ অধ্যাপক ডা. এ কে এম নুরুন্নবী লাইজু।

তিনি জানান, রমেকের অণুজীব বিজ্ঞান বিভাগের পিসিআর ল্যাবে ১৮৮ জনের নমুনা পরীক্ষা করা হয়। এতে রংপুরে ১০ জন, লালমনিরহাটে ২ এবং কুড়িগ্রাম জেলার একজনের নমুনায় করোনা শনাক্ত হয়।

এদিকে রমেকের পিসিআর ল্যাব ও রংপুর থেকে ঢাকায় পাঠানো নমুনা পরীক্ষার সবশেষ তথ্য অনুযায়ী রংপুর জেলায় করোনা আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়াল ৭৯৩ জনে। এদের মধ্যে হাসপাতাল ও বাড়িতে চিকিৎসাধীন থেকে সুস্থ হয়েছেন ৪০১ জন। ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মারা গেছেন ১৩ জন।