অধস্তন আদালতের ২১ বিচারক ও ৬২ কর্মচারী করোনায় আক্রান্ত

  বাংলাদেশে করোনাভাইরাস
  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

সারা দেশের অধস্তন আদালতের ২১ জন বিচারক ও ৬২ জন কর্মচারী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের অধীন আইন ও বিচার বিভাগ কর্তৃক পরিচালিত করোনা মনিটরিং ডেস্ক এর ২০ জুন পর্যন্ত প্রাপ্ত তথ্য অনুযায়ী।

রোববার (২১ জুন) আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের পাবলিক রিলেশন অফিসার ড. মো. রেজাউল করিমের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞাপন

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নওগাঁ জেলা জজ আদালতের মহিউদ্দিন মোহন নামক একজন অফিস সহায়ক করোনা উপসর্গ নিয়ে মৃত্যুবরণ করেছেন। তবে তার করোনা টেস্ট রিপোর্ট এখনও পাওয়া যায়নি।

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক মনিটরিং ডেস্ক এর রিপোর্ট প্রতিদিন পর্যবেক্ষণ করছেন এবং আক্রান্তদের খোঁজ-খবর রাখছেন। এজন্য আইন ও বিচার বিভাগের সচিব মো. গোলাম সারওয়ার প্রতিদিনের রিপোর্ট রাত ১০টার মধ্যে আইনমন্ত্রীকে অবহিত করছেন এবং মন্ত্রীর পরামর্শ অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করছেন।

বিজ্ঞাপন

আক্রান্ত বিচারকদের মধ্যে ইতিমধ্যে সুস্থ হয়েছেন ২ (দুই) জন। তারা হলেন- নেত্রকোণার জেলা ও দায়রা জজ মো. শাহজাহান কবির এবং মুন্সিগঞ্জের চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট রোকেয়া রহমান।

আক্রান্ত কর্মচারীদের মধ্যে ইতিমধ্যে সুস্থ হয়েছেন নারায়ণগঞ্জ জেলা জজ আদালতের অফিস সহায়ক আব্দুল বারী। আর মৃত্যুবরণ করেছেন মাদারীপুর জেলা জজ আদালতের জারিকারক মো. কাওছার মিয়া।