আদিতমারীতে করোনা আক্রান্ত সবাই সুস্থ হয়েছেন

  বাংলাদেশে করোনাভাইরাস
  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, লালমনিরহাট
  • |
  • Font increase
  • Font Decrease

আদিতমারীতে করোনা আক্রান্ত সব রোগী সুস্থ হয়েছেন

আদিতমারীতে করোনা আক্রান্ত সব রোগী সুস্থ হয়েছেন

লালমনিরহাটের আদিতমারী উপজেলায় করোনা আক্রান্ত ১৪ জনই সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরেছেন।

শনিবার (৩০ মে) রাতে এ তথ্য নিশ্চিত করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নুর আরেফিন প্রধান।

বিজ্ঞাপন

তিনি বলেন, উপজেলার পূর্ব দৌলজোর গ্রামে ঢাকাফেরত এক পোশাক শ্রমিকের করোনার রিপোর্ট পজিটিভ আসে। তিনি ছিলেন এ উপজেলার প্রথম করোনা শনাক্ত ব্যাক্তি। প্রথমে তার বাড়ি লকডাউন করা হয়।

এরপর ওই ব্যাক্তির পরিবার, স্বাস্থ্যকর্মী ও নার্সসহ মোট ১৪ জন করোনায় সংক্রমিত হয়ে হোম আইসলোশনে চিকিৎসা নেন। পর্যাক্রমে তারা সবাই সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফেরেন।

বিজ্ঞাপন

শনিবার সবশেষ আক্রান্ত ৫ রোগীর সুস্থতার মধ্য দিয়ে পুরো উপজেলা আপাতত করোনামুক্ত। করোনা সংক্রমণের কারনে লকডাউনে থাকা সকল বাড়ি ও প্রতিষ্ঠানকে মুক্ত করে দিয়েছে উপজেলা প্রশাসন।

আগামীতে সংক্রমণ রোধে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা।

আদিতমারী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, সবশেষ ৫ রোগীর সুস্থতার মধ্য দিয়ে উপজেলার সব করোনা রোগীই সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরেছেন।

তাই লকডাউনে থাকা এসব রোগীকে চিকিৎসা সনদসহ ফুলেল শুভেচ্ছা জানিয়ে তাদের লকডাউন খুলে দেওয়া হয়েছে। আপাতত এ উপজেলায় আর কেউ লকডাউনে নেই বলে জানান ওসি।