রমেকে করোনা আক্রান্ত আরও ১৬ জন

  বাংলাদেশে করোনাভাইরাস
  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, রংপুর
  • |
  • Font increase
  • Font Decrease

প্রতীকী

প্রতীকী

রংপুর মেডিকেল কলেজের (রমেক) পিসিআর ল্যাবে গত ২৪ ঘণ্টায় নতুন করে ১৬ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে একজন পুলিশ সদস্য ও নার্স রয়েছেন।

শুক্রবার (২৯ মে) সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেন রংপুর মেডিকেল কলেজের (রমেক) অধ্যক্ষ অধ্যাপক ডা. এ কে এম নুরুন্নবী লাইজু।

বিজ্ঞাপন

তিনি জানান, রমেকের অণুজীব বিজ্ঞান বিভাগের পিসিআর ল্যাবে ১৮৮টি নমুনার পরীক্ষা সম্পন্ন হয়। এতে কুড়িগ্রামের ৩, রংপুরের ৬ ও গাইবান্ধা জেলার ৭ জনের করোনা শনাক্ত হয়েছে।

আক্রান্তদের মধ্যে রংপুরের এক পুলিশ সদস্যসহ রমেক হাসপাতালের একজন নার্স, নগরীর সেনপাড়া, ঠিকাদারপাড়া, রবার্টসনগঞ্জ ও মৌলভিপাড়া এলাকার একজন করে রয়েছেন।

বিজ্ঞাপন

এছাড়া কুড়িগ্রামের উলিপুর উপজেলার তিনজন, গাইবান্ধা সদরে একজন ও গোবিন্দগঞ্জ উপজেলার ছয়জনের করোনা শনাক্ত হয়েছেন।