দেশে করোনায় মোট আক্রান্ত ১২৪২৫ জন

  বাংলাদেশে করোনাভাইরাস
  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

ফাইল ছবি

ফাইল ছবি

দেশে গত ২৪ ঘণ্টায় আরও ৭০৬ জন করোনাভাইরাসে সংক্রমিত হয়েছেন। এখন পর্যন্ত সারা দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ১২৪২৫ জন।

বৃহস্পতিবার (৭ মে) দুপুরে মহাখালী থেকে নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে এসব তথ্য জানান স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

বিজ্ঞাপন

তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৭০৬ জনের শরীরে করোনাভাইরাসে উপস্থিতি নিশ্চিত হওয়া গেছে। এ নিয়ে দেশে আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১২ হাজার ৪২৫ জনে।

ডা. নাসিমা সুলতানা জানান, গত ২৪ ঘণ্টায় ৫ হাজার ৮৬৭টি নমুনা পরীক্ষা করা হয়েছে। আর নমুনা সংগ্রহ করা হয়েছে ৬ হাজার ৩৮২টি। এখন পর্যন্ত মোট নমুনা পরীক্ষা হয়েছে ১ লাখ ৫ হাজার ৫১৩টি।

বিজ্ঞাপন

গত ২৪ ঘণ্টা আরও ১৩০ জন কোভিড-১৯ রোগী সুস্থ হয়েছেন বলে জানান স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক।

তবে গত ২৪ ঘণ্টায় কতজন করোনা আক্রান্ত ব্যক্তি মারা হেছেন সেই তথ্য দুপুরের ব্রিফিং জানানো হয়নি। নতুন মৃতের সংখ্যা পরবর্তীতে স্বাস্থ্য অধিদপ্তরের ওয়েবসাইটে প্রকাশ করা হবে বলে জানান ডা. নাসিমা সুলতানা।