দেশে গত ২৪ ঘণ্টায় আরও ৭০৬ জন করোনাভাইরাসে সংক্রমিত হয়েছেন। এখন পর্যন্ত সারা দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ১২৪২৫ জন।
বৃহস্পতিবার (৭ মে) দুপুরে মহাখালী থেকে নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে এসব তথ্য জানান স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।
বিজ্ঞাপন
তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৭০৬ জনের শরীরে করোনাভাইরাসে উপস্থিতি নিশ্চিত হওয়া গেছে। এ নিয়ে দেশে আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১২ হাজার ৪২৫ জনে।
ডা. নাসিমা সুলতানা জানান, গত ২৪ ঘণ্টায় ৫ হাজার ৮৬৭টি নমুনা পরীক্ষা করা হয়েছে। আর নমুনা সংগ্রহ করা হয়েছে ৬ হাজার ৩৮২টি। এখন পর্যন্ত মোট নমুনা পরীক্ষা হয়েছে ১ লাখ ৫ হাজার ৫১৩টি।
বিজ্ঞাপন
গত ২৪ ঘণ্টা আরও ১৩০ জন কোভিড-১৯ রোগী সুস্থ হয়েছেন বলে জানান স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক।
তবে গত ২৪ ঘণ্টায় কতজন করোনা আক্রান্ত ব্যক্তি মারা হেছেন সেই তথ্য দুপুরের ব্রিফিং জানানো হয়নি। নতুন মৃতের সংখ্যা পরবর্তীতে স্বাস্থ্য অধিদপ্তরের ওয়েবসাইটে প্রকাশ করা হবে বলে জানান ডা. নাসিমা সুলতানা।
নারী-শিশু নির্যাতনে আইনি ও স্বাস্থ্য সহায়তায় সেল গঠন বিএনপির
স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
|
ছবি: সংগৃহীত
জাতীয়
দেশব্যাপী নারী ও শিশু নির্যাতন, ধর্ষণ ও হত্যার ঘটনাগুলোর তথ্য সংগ্রহ, নিপীড়িত নারী ও শিশুর আইনি ও স্বাস্থ্য সহায়তা দেয়ার জন্য সেল গঠন করার কথা জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী।
শুক্রবার (১৪ মার্চ) দুপুরে নয়াপল্টনস্থ বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে ডাকা এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন।
তিনি বলেন, বিএনপি দেশব্যাপী নারী ও শিশু নির্যাতন, ধর্ষণ ও হত্যার ঘটনাগুলোর তথ্য সংগ্রহ, নিপীড়িত নারী ও শিশুর আইনি ও স্বাস্থ্য সহায়তা দেয়ার জন্য একটি সেল গঠন করা হয়েছে। এই সেলের নাম দেয়া হয়েছে নিপিড়ীত নারী ও শিশুদের আইনি ও স্বাস্থ্য সহায়তা সেল।
নিপিড়ীত নারী ও শিশুদের আইনি ও স্বাস্থ্য সহায়তা সেল কেন্দ্রীয়ভাবে সমন্বয় করবেন দুইজন বিএনপির আইন সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল ও স্বাস্থ্য সম্পাদক ডা. রফিকুল ইসলাম। ৮৪ টি সাংগঠনিক জেলার আইনজীবী ও ডাক্তারের সমন্বয়ে আইনি ও স্বাস্থ্য সহায়তার এই সেল গঠন করা হয়েছে।
রুহুল কবির রিজভী বলেন, প্রশাসন যোগ্য, দক্ষ, সৎ ও ন্যায়পরায়ণ মানবিক না হলে সমাজে অন্যায়, খুন, জখম, নারী ও শিশু নির্যাতনের প্রকোপ জ্যামিতিক হারে বৃদ্ধি পাবে। এটাই দেশে দেশে, যুগে যুগে বিভিন্ন সমাজে এমন দৃষ্ঠান্ত দেখেছি।
অবিলম্বে সত্যিকার অর্থে আইনের শাসন বলবৎ করে সমাজে প্রকৃত দুষ্কৃতকারীদের শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়ে তিনি আরও বলেন, আমরা জোড়ালো দাবি করছি, ধর্ষনে শিশুর মৃত্যুতে হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি অতি দ্রুত নিশ্চিত করা হউক।
বোনাস বৃদ্ধির দাবিসহ বিভিন্ন দাবি নিয়ে গাজীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন একটি পোশাক কারখানার শ্রমিকরা।
শুক্রবার (১৪ মার্চ) সকাল সাড়ে ৯টা থেকে তারা সড়ক অবরোধ করেন।
এতে ওই মহাসড়কের উভয়দিকে যান চলাচল বন্ধ হয়ে যায়। দুর্ভোগে পড়েন এই পথে চলাচলকারী যাত্রীরা।
কারখানার শ্রমিক ও পুলিশ জানায়, গাজীপুরের তেলিপাড়া এলাকায় ‘স্মাগ সোয়েটার লিমিটেড’ নামের একটি কারখানা রয়েছে। ওই কারখানায় প্রায় তিনশ শ্রমিক কাজ করেন। তাদের ঈদ বোনাস দেওয়া হয়েছে ২৫ শতাংশ হিসেবে। কিন্তু শ্রমিকরা ৫০ শতাংশ বোনাস দাবি করেছেন।
কর্তৃপক্ষ দাবি মেনে না নেওয়ায় প্রথমে শুক্রবার সকাল থেকে কাজ বন্ধ করে কারখানার ভেতরে বিক্ষোভ শুরু করেন তারা। একপর্যায়ে তেলিপাড়া এলাকায় অবস্থান নিয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন। এতে ওই মহাসড়কের উভয় দিকে যান চলাচল বন্ধ হয়ে যায়।
শ্রমিকরা জানান, ঈদ বোনাস বৃদ্ধিসহ ওভারটাইম, মাতৃত্বকালীন বিল, টিফিন বিল, বাৎসরিক ছুটি দেওয়াসহ ১৪ দফা দাবিতে তারা সকাল থেকে বিক্ষোভ করছেন।
গাজীপুর মহানগরীর বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাউসার আহমেদ বলেন, শ্রমিকদের সময় মতো বেতন দেওয়া হয়েছে। সরকার নির্ধারিত হিসেবে বোনাসও দেওয়া হয়েছে। তারপরও তারা বেশি বোনাস দাবিতে সকাল থেকে বিক্ষোভ করছেন। তাদের মহাসড়ক থেকে সরিয়ে দেওয়ার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে পুলিশ।
পবিত্র মাহে রমজান আসা মানেই যেন ছিলো অনিয়মই নিয়মে পরিণত হওয়া, সবজি থেকে মাছ, মাংস দাম বাড়তো সবকিছুরই। তবে ব্যতিক্রম ছিলো এ বছর। শীতকালের সবজির মৌসুম থাকায় ও সরকারি তদারকি ব্যবসায়ীরা কারসাজি করতে না পারায় নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম ছিলো হাতের নাগালেই। কিন্তু মৌসুম শেষ হয়ে আসায় কিছুটা ঊর্ধ্বমুখী দেখা গেছে সবজির দাম।
শুক্রবার (১৪ মার্চ) সকালে সরেজমিনে রাজধানীর ইব্রাহীমপুর ও কচুক্ষেত কাঁচা বাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে। এ সময় সবজির মৌসুম শেষ হতে চলায় শিম, ফুলকপি, বেগুন ও ধনিয়াপাতাসহ কিছু পণ্যের দাম ঊর্ধ্বমুখী বলে জানান ব্যবসায়ীরা।
মৌসুম শেষে কিছুটা ঊর্ধ্বমুখী দেখা গেছে সবজির দাম
নাম প্রকাশে অনিচ্ছুক এক সবজি ব্যবসায়ী বার্তা২৪.কম কে বলেন, এখন মৌসুম শেষ হয়ে আসছে, তাই কিছু কিছু জিনিসের দাম কিছুটা বাড়ছে। আগে শিম ৪০ টাকা বিক্রি করলেও এখন ৬০ টাকা প্রতি কেজি বিক্রি করছি। ফুলকপি ১০-১৫-২০ টাকা বিক্রি করলেও এখন তা ২৫-৩০ টাকা বিক্রি করছি। বেগুন ৬০-৮০ টাকায় বিক্রি করছি।
বাজার ঘুরে দেখা যায়, অমৌসুমী সবজির দাম কিছুটা বাড়তি। এর মধ্যে ঢেঁড়স প্রতি কেজি বিক্রি হচ্ছে ১২০ টাকায়, পটল ১০০ টাকায়, বরবটি ১০০ টাকায় ও করলা ১০০ টাকায়।
ইফতারে প্রয়োজনীয় পণ্যের মধ্যে প্রতি হালি লেবু বিক্রি হচ্ছে ৬০-১০০ টাকা, বেগুন প্রকারভেদে ৬০-৮০ টাকা, ছোলা ১০০ টাকা, বুট ৯০ টাকা, খেসারি ডাল ১২০ টাকায়। এছাড়াও আলু ২৩-২৫ টাকা, পেঁয়াজ ৩৫-৪০ টাকা, নতুন রসুন ১০০, রসুন আমদানি ২৪০ টাকা, আদা ১০০ টাকায় বিক্রি করতে দেখা যায়।
স্বস্তি দিচ্ছে আমিষ পণ্য। এর মধ্যে দাম কমেছে সোনালী ও ব্রয়লার মুরগীর। ১০-২০ টাকা দাম কমে প্রতি কেজি ব্রয়লার বিক্রি হচ্ছে ১৯০ টাকায়। এছাড়াও সোনালী ২৮০-২৯০ টাকা, গরু ৭৮০ টাকা, প্রতি ডজন মুরগীর ডিম লাল ১২০ টাকা, সাদা ডিম ১১৫ টাকায় বিক্রি করতে দেখা যায়।
দাম কমেছে সোনালী মুরগীর
রোজায় নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম কেমন জানতে চাইলে আরিফুর রহমান নামের এক ভোক্তা বলেন, এবার আলহামদুলিল্লাহ জিনিসপত্রের দাম নিয়ে স্বস্তিতেই আছি। রোজা আসলেই অন্যান্য বছর যেভাবে হঠাৎ করে দাম বেড়ে যেত এবার তা হয়নি। বাজার করে অনেকটা স্বস্তি নিয়েই ঘরে ফিরতে পারছি। আবার কিছু পন্যের দাম বাড়লেও সেখানে সরকার তদারকি করছে। এটা ভাল। আশা করি আগামীতেও এটা অব্যাহত থাকবে।
পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস।
শুক্রবার (১৪ মার্চ) সকালে এ বৈঠক অনুষ্ঠিত হয়। শুক্রবার সকাল ৯টায় রাজধানীর ইন্টার কন্টিনেন্টালে বৈঠকটি শুরু হয়।
পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে বৈঠকের পর প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে বসেন আন্তোনিও গুতেরেস। জাতিসংঘ মহাসচিব শুক্রবার সকালে প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের সঙ্গে তাঁর কার্যালয়ে সাক্ষাৎ করেন।
এই সাক্ষাৎ শেষে প্রধান উপদেষ্টা ও জাতিসংঘ মহাসচিব একই বিমানে কক্সবাজারের উদ্দেশে রওনা দেবেন। সেখানে রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প পরিদর্শন করবেন তাঁরা।
কক্সবাজারে প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস নির্মাণাধীন কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর ও খুরুশকূল জলবায়ু উদ্বাস্তু কেন্দ্র পরিদর্শন করবেন। পরিদর্শন শেষে প্রধান উপদেষ্টা উখিয়ায় জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস এবং প্রায় এক লাখ রোহিঙ্গা শরণার্থীর সঙ্গে ইফতারে যোগ দেবেন।
দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা ফারুক ই আজম কক্সবাজারে জাতিসংঘ মহাসচিবকে স্বাগত জানাবেন। জাতিসংঘ মহাসচিব গুতেরেস বিমানবন্দর থেকে সরাসরি উখিয়ায় যাবেন। সেখানে তিনি রোহিঙ্গা লার্নিং সেন্টার, রোহিঙ্গাদের সাংস্কৃতিক কেন্দ্র ও পাটজাত পণ্যের উৎপাদন কেন্দ্র পরিদর্শন করবেন।
পরিদর্শন ও ইফতার শেষে প্রধান উপদেষ্টা ও জাতিসংঘ মহাসচিব একসাথে সন্ধ্যায় ঢাকায় ফিরবেন।