ঈদযাত্রা: মানিকগঞ্জের মহাসড়কে মোতায়েন থাকবে ৬’শ পুলিশ

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, মানিকগঞ্জ
  • |
  • Font increase
  • Font Decrease

মানিকগঞ্জের মহাসড়কে মোতায়েন থাকবে ৬’শ পুলিশ

মানিকগঞ্জের মহাসড়কে মোতায়েন থাকবে ৬’শ পুলিশ

ঈদযাত্রা নির্বিঘ্ন করতে ঢাকা আরিচা মহাসড়কের মানিকগঞ্জের ৩৬ কিলোমিটার সড়কপথ এবং আরিচা, পাটুরিয়া নৌপথে ইউনিফর্ম ও সাদা পোশাকে মোতায়েন থাকবে ৬’শ পুলিশ। পাশাপাশি জন নিরাপত্তা এবং ভোগান্তি এড়াতে চালু থাকবে জরুরি টেলিফোন সেবা।

রোববার (১৬ মার্চ) দুপুরে মানিকগঞ্জের শিবালয় উপজেলার পাটুরিয়া ফেরিঘাট এলাকা পরিদর্শন শেষে‌ সাংবাদিকদের বক্তব্যকালে পুলিশ সুপার মোছাঃ ইয়াসমিন খাতুন এসব কথা জানান।

বিজ্ঞাপন

এ সময় পুলিশ সুপার বলেন, মহাসড়ক এলাকায় কেউ যেন চাঁদাবাজি এবং অতিরিক্ত মূল্যে যানবাহন ও নৌযানের টিকিট বিক্রি করতে না পারে এ বিষয়টি গুরুত্ব দেয়া হচ্ছে। ফিটনেস বিহীন যানবাহন এবং অতিরিক্ত যাত্রী নিয়ে কোন যানবাহন যেন নৌপথ এবং সড়কপথে চলাচল করতে না পারে এর জন্য পুলিশের সদস্যরা সাদা পোশাকে মাঠে থাকবে।

এসময় অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) সুজন সরকার, অতিরিক্ত পুলিশ সুপার (বিশেষ শাখা) ইমতিয়াজ মাহবুব, ট্রাফিক পুলিশের এডমিন হামিদুর রহমান, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্পোরেশনের (বিআইডব্লিউটিসি) অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার মো. সালাম হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্পোরেশনের (বিআইডব্লিউটিসি) অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার মো. সালাম হোসেন বলেন, ঈদ যাত্রায় পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে ১৭টি ফেরি এবং আরিচা-কাজীরহাট নৌপথে ৬টি ফেরি দিয়ে যানবাহন এবং যাত্রী পারাপার করা হবে। যাত্রীরা যেন নির্বিঘ্নে পারাপার করতে পারে তার জন্য নদীপথ এবং ফেরিঘাট এলাকা প্রস্তুত রাখা হয়েছে।