রাউজানে দু’পক্ষের সংঘর্ষে যুবদল কর্মী নিহত

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, চট্টগ্রাম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

চট্টগ্রামের রাউজান উপজেলায় দু’পক্ষের সংঘর্ষে মোহাম্মদ কমর উদ্দিন (৩২) নামে এক যুবদল কর্মী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন।

শনিবার (১৫ মার্চ) রাতে উপজেলার হলদিয়া ইউনিয়নের আমিরহাট বাজারে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

নিহত কমর উদ্দিন হলদিয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের উত্তর সর্তা গ্রামের বাসিন্দা। আহতরা হলেন জামাল উদ্দিন তালুকদার (৪০), ওসমান গণি (৩৯) ও ইউনিয়ন ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ মহিউদ্দিন (৪১)। তারা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

জানা গেছে, শনিবার রাত ৯টার দিকে কমর উদ্দিনসহ যুবদলের কয়েকজন নেতা-কর্মী আমিরহাট বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির কার্যালয়ে বসে ছিলেন। সেখানে আওয়ামী লীগ দলীয় সাবেক সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরীর ছবি সম্বলিত একটি ব্যানার লাগানো ছিল। তারা সেটি সরানোর নির্দেশ দিয়ে বের হয়ে যান।

বিজ্ঞাপন

কিছুদূর যাওয়ার পর তাদের ওপর ৫০-৬০ জন অতর্কিত হামলা চালায়। এতে দু’পক্ষের মধ্যে সংঘর্ষ হয় এবং হতাহতের ঘটনা ঘটে।

চট্টগ্রাম মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) আলাউদ্দিন তালুকদার জানান, রাত সাড়ে ১২টার দিকে গুরুতর আহত কমর উদ্দিনকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের স্বজনরা জানিয়েছেন, কমর উদ্দিন যুবদলের কর্মী ছিলেন। অন্যদিকে হামলাকারীরা রাউজান উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মোহাম্মদ মহিউদ্দিনের অনুসারী বলে অভিযোগ উঠেছে।

তবে মহিউদ্দিন অভিযোগ অস্বীকার করে দাবি করেন, যারা হামলার অভিযোগ করছেন, তাদের নিজেদের মধ্যেই কোন্দল ছিল। ঘটনার পর আমি সেখানে গিয়েছিলাম।

রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ভূঁইয়া বলেন, ‘দু’পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। ধারালো কিছুর আঘাতে একজনের মৃত্যু হয়েছে। প্রাথমিকভাবে জানা গেছে, নিহত যুবদলের কর্মী এবং সংঘর্ষে জড়িত অন্যপক্ষ বিএনপির নেতাকর্মী।’

তিনি আরও বলেন, এটি একটি আকস্মিক সংঘর্ষ ছিল। সাবেক এমপির ব্যানার সরানোকে কেন্দ্র করে বিরোধের জেরে এ ঘটনা ঘটেছে বলে জানা গেছে। তবে আরও তদন্ত করা হবে, অভিযুক্তদের ধরতে অভিযান চলছে।

এ ঘটনায় রোববার সকাল পর্যন্ত থানায় কেউ মামলা দায়ের করেননি বলে জানিয়েছেন রাউজান থানার ওসি।