স্বরাষ্ট্র উপদেষ্টার বিল্ডিংয়ে আগুন, নিয়ন্ত্রণ ফায়ার সার্ভিসের

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

রাজধানীর গুলশানের বারিধারা ডিওএইসএস  এলাকায় স্বরাষ্ট্র উপদেষ্টা লেঃ জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরীর বাসার ৫ম তলায় রান্নাঘরে আগুনের ঘটনা ঘটেছে। 

বৃহস্পতিবার (১৩ মার্চ) সন্ধ্যা ৬টার দিকে ভবনে থাকা ক্লোথিং পার্টনার বাইংহাউজ অফিসের কিচেন রুমে সর্ট সার্কিট হয়ে আগুনের সূত্রপাত হয়। রাত সাড়ে ৯টার দিকে ফায়ার সার্ভিসের একটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

বিজ্ঞাপন

ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, স্বরাষ্ট্র উপদেষ্টার নিজের বাড়ির ৫ম তলায় বাইংহাউজ অফিসে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিস যাওয়ার আগেই বাসিন্দাদের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। একই ভবনের দ্বিতীয় তলায় বসবাস করেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর। আগুনে কোন প্রকারের হতাহতের ঘটনা ঘটেনি বলে জানা যায়।